প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হল এই রাজ্যে

Last Updated:

মামলা মোকদ্দমার পর অবশেষে সমস্যার সমাধান ৷ শনিবার থেকে মহারাষ্ট্রে প্লাস্টিকের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হল ৷

#মুম্বই: মামলা মোকদ্দমার পর অবশেষে সমস্যার সমাধান ৷ শনিবার থেকে মহারাষ্ট্রে প্লাস্টিকের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হল ৷ পরিবেশ দূষণ রুখতে অভিনব পদক্ষেপ গ্রহণ করল মহারাষ্ট্র ৷
দীর্ঘ তিনমাসের লড়াই ৷ বিজ্ঞপ্তি জারি থেকে আদালত মামলা ৷ অবশেষে, সমস্ত কিছু পেরিয়ে নিষেধাজ্ঞা জারি করা হল প্লাস্টিকে ৷ প্লাস্টিক এবং থার্মোকলের যেকোনও প্রোডাক্টের উপরই জারি করা হল নিষেধাজ্ঞা ৷ তবে, আদালতের এই নির্দেশের অমান্য করলে ৫ হাজার থেকে ২৫হাজার টাকা অবধি জরিমানা ধার্য করা হয়েছে ৷
advertisement
advertisement
তবে, প্লাস্টিকের মধ্যে এমনও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে ৷ যা পুনর্ব্যবহার করা সম্ভব ৷ সেই সমস্ত প্রোডাক্টের উপরে আপাতত কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি ৷  পাশাপাশি, প্লাস্টিকের পরিবর্তে বিকল্প প্রোডাক্ট কি ব্যবহার করা যেতে পারে ৷ সেই নিয়েও ইতিমধ্য়েই প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেওয়ার ভাবনাচিন্তা চলছে ৷
এই প্রসঙ্গে রাজ্যের পরিবেশ মন্ত্রী রামদাস কদম বলেন, ‘প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করা আগে আমরা বেশ বেশ কয়েকমাস সময় দিয়েছি সাধারণ মানুষকে ৷ যাতে তার বিকল্প ব্যবহার করতে সমস্যায় না পড়েন রাজ্যবাসী ৷ সমুদ্রের তীরে প্লাস্টিকের জেরে দূষণ ক্রমশ বাড়ছিল ৷ সেই কারণেই পরিবেশ দূষণ রুখতেই এই পদক্ষেপ ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হল এই রাজ্যে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement