#রাজস্থান: দেশে করোনা আতঙ্ক। মানুষ গৃহবন্দি। সারা দেশে চলছে লকডাউন। আর এই সময় ঘরে বন্দি থেকেই মায়ের নগ্ন ছবি তুললেন ছেলে। সেই ছবি শেয়ার করলেন হোয়াটসঅ্যাপে। ঘটনাটি ঘটেছে রাজস্থানে।
মে মাসের ১৩ তারিখ ছবিগুলো তোলে ছেলে। মা স্নান করতে গিয়ে জামা কাপড় বদলায়। সেই ছবি লুকিয়ে তোলে ছেলে। এর পর এই ছবি অন্যদের কাছে পাঠায়। মাকে এই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে ছেলে। সম্পত্তি নিজের নামে লেখানোর জন্য এই ফন্দি আটে সে । হোয়াটসঅ্যাপে অন্য নম্বর থেকে মাকে ছবি পাঠিয়ে হুমকি দেয় সম্পত্তি লিখে দেওয়ার জন্য। যদিও ছেলের কাণ্ড ধরে ফেলেন মা। তিনি থানায় অভিযোগ জানালে গ্রেফতার করা হয় ছেলেকে। পুলিশ সুত্রে জানা যায়, মায়ের বয়স ৭৫। আর ছেলের বয়স ৫০। বয়স্ক মহিলার ন্যুড ছবি তোলা দেখে অবাক হয়ে যায় পুলিশও। জানা যায় ওই ছবি আত্মীয়দের কাছে পাঠানো হয়। আত্মীয়রা জানায় এই ছবি তাঁর ছেলেই পাঠিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।