• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • মায়ের নগ্ন ছবি হোয়াটসঅ্যাপে শেয়ার করে গ্রেফতার ছেলে !

মায়ের নগ্ন ছবি হোয়াটসঅ্যাপে শেয়ার করে গ্রেফতার ছেলে !

৫৯ বছরের ভানুভাই পটেল আদতে গুজরাতের ভাবনগরের বাসিন্দা৷ আমেদাবাদের মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর ১৯৯২ সালে তিনি মেডিক্যাল ডিগ্রি অর্জনের জন্য তিনি আমেরিকায় যান৷ কিন্তু সেখানে স্টুডেন্ট ভিসা নিয়ে গিয়ে কাজ করতে করতে তাঁর এক বন্ধু ভানুভাইয়ের অ্যাকাউন্টে নিজের মাইনের যাবতীয় টাকা জমা করতেন৷ সেই অভিযোগেই FERA আইনে তাঁকে গ্রেফতার করা হয়৷ ৫০ বছর বয়সে ১০ বছরের জেল হয় তাঁর৷ আমেদাবাদের জেলেই দশ বছর কাটান তিনি৷

৫৯ বছরের ভানুভাই পটেল আদতে গুজরাতের ভাবনগরের বাসিন্দা৷ আমেদাবাদের মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর ১৯৯২ সালে তিনি মেডিক্যাল ডিগ্রি অর্জনের জন্য তিনি আমেরিকায় যান৷ কিন্তু সেখানে স্টুডেন্ট ভিসা নিয়ে গিয়ে কাজ করতে করতে তাঁর এক বন্ধু ভানুভাইয়ের অ্যাকাউন্টে নিজের মাইনের যাবতীয় টাকা জমা করতেন৷ সেই অভিযোগেই FERA আইনে তাঁকে গ্রেফতার করা হয়৷ ৫০ বছর বয়সে ১০ বছরের জেল হয় তাঁর৷ আমেদাবাদের জেলেই দশ বছর কাটান তিনি৷

যদিও ছেলের কাণ্ড ধরে ফেলেন মা। তিনি থানায় অভিযোগ জানালে গ্রেফতার করা হয় ছেলেকে।

 • Share this:

  #রাজস্থান: দেশে করোনা আতঙ্ক। মানুষ গৃহবন্দি। সারা দেশে চলছে লকডাউন। আর এই সময় ঘরে বন্দি থেকেই মায়ের নগ্ন ছবি তুললেন ছেলে। সেই ছবি শেয়ার করলেন হোয়াটসঅ্যাপে। ঘটনাটি ঘটেছে রাজস্থানে।

  মে মাসের ১৩ তারিখ ছবিগুলো তোলে ছেলে। মা স্নান করতে গিয়ে জামা কাপড় বদলায়। সেই ছবি লুকিয়ে তোলে ছেলে। এর পর এই ছবি অন্যদের কাছে পাঠায়। মাকে এই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে ছেলে। সম্পত্তি নিজের নামে লেখানোর জন্য এই ফন্দি আটে সে । হোয়াটসঅ্যাপে অন্য নম্বর থেকে মাকে ছবি পাঠিয়ে হুমকি দেয় সম্পত্তি লিখে দেওয়ার জন্য। যদিও ছেলের কাণ্ড ধরে ফেলেন মা। তিনি থানায় অভিযোগ জানালে গ্রেফতার করা হয় ছেলেকে। পুলিশ সুত্রে জানা যায়, মায়ের বয়স ৭৫। আর ছেলের বয়স ৫০। বয়স্ক মহিলার ন্যুড ছবি তোলা দেখে অবাক হয়ে যায় পুলিশও। জানা যায় ওই ছবি আত্মীয়দের কাছে  পাঠানো হয়। আত্মীয়রা জানায় এই ছবি তাঁর ছেলেই পাঠিয়েছে।

  Published by:Piya Banerjee
  First published: