Durga Puja Trip: ‘আরও দূরে চলো যাই’- শাল-পিয়ালের জঙলা হাওয়া সঙ্গে রোমান্টিক ট্রি হাউস, দুর্গাপুজোর নতুন কাপল গোল

Last Updated:
Durga Puja Trip: পুজোর ছুটিতে রোমান্টিক সাফারি! রয়েছে 'ট্রি হাউস', সঙ্গে নিন প্রিয় মানুষকে
1/6
পুজোর ছুটিতে রইলো আপনার জন্য একটি সেরা জায়গা ঠিকানা! বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহল এলাকা। ভিতরে ঢুকলে শুধু জঙ্গল ছাড়া আর কিচ্ছু দেখতে পাবেন না। জঙ্গলের ভিতরেই রয়েছে থাকার দারুণ জায়গা, চারিদিক নিস্তব্ধ আর তার মাঝেই আপনি কাটাতে পারবেন চারটি নিশ্চুপ দিন এবং রাত। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
পুজোর ছুটিতে রইলো আপনার জন্য একটি সেরা জায়গা ঠিকানা! বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহল এলাকা। ভিতরে ঢুকলে শুধু জঙ্গল ছাড়া আর কিচ্ছু দেখতে পাবেন না। জঙ্গলের ভিতরেই রয়েছে থাকার দারুণ জায়গা, চারিদিক নিস্তব্ধ আর তার মাঝেই আপনি কাটাতে পারবেন চারটি নিশ্চুপ দিন এবং রাত। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
বছরের পর বছর ধরে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের প্রিয় ঠিকানা পুরুলিয়া বাঁকুড়া জঙ্গলমহল। বাঁকুড়ার জঙ্গলমহলের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির মধ্যে হল সুতান, ঝিলিমিলি, বারো মাইল জঙ্গল, তালবেড়িয়া এবং বড়দি পাহাড়। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বছরের পর বছর ধরে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের প্রিয় ঠিকানা পুরুলিয়া বাঁকুড়া জঙ্গলমহল। বাঁকুড়ার জঙ্গলমহলের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির মধ্যে হল সুতান, ঝিলিমিলি, বারো মাইল জঙ্গল, তালবেড়িয়া এবং বড়দি পাহাড়। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
বাঁকুড়া শহর থেকে ৬০ কিলোমিটার দূরে রানিবাঁধ। সেইখান থেকে ঝিলিমিলি যাওয়ার রাস্তা ধরে বারো মাইলের জঙ্গল পেরিয়ে ১৩ কিলোমিটার গেলেই সুতান। এই জায়গায় সভ্য মানুষের যাতায়াত কম। কান পাতলে শোনা যায় জঙ্গলের ফিসফিসানি। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়া শহর থেকে ৬০ কিলোমিটার দূরে রানিবাঁধ। সেইখান থেকে ঝিলিমিলি যাওয়ার রাস্তা ধরে বারো মাইলের জঙ্গল পেরিয়ে ১৩ কিলোমিটার গেলেই সুতান। এই জায়গায় সভ্য মানুষের যাতায়াত কম। কান পাতলে শোনা যায় জঙ্গলের ফিসফিসানি। ছবিও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
4/6
এখানে দেখতে পাবেন একটি ওয়াচ টাওয়ার এবং বাংলো। জঙ্গল বেষ্টিত একটা ড্যাম। সম্ভবত বাঁকুড়ার সবচেয়ে সুন্দর ড্যাম। নৌকোয় করে ঘুরলে তো ভুলেই যাবেন কোথায় পৌঁছে গেছেন। আর এই বর্ষার মরশুমে, ফাঁকায় ফাঁকায় যদি অ্যাডভেঞ্চার সারতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে বাঁকুড়ার এই জায়গায়। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
এখানে দেখতে পাবেন একটি ওয়াচ টাওয়ার এবং বাংলো। জঙ্গল বেষ্টিত একটা ড্যাম। সম্ভবত বাঁকুড়ার সবচেয়ে সুন্দর ড্যাম। নৌকোয় করে ঘুরলে তো ভুলেই যাবেন কোথায় পৌঁছে গেছেন। আর এই বর্ষার মরশুমে, ফাঁকায় ফাঁকায় যদি অ্যাডভেঞ্চার সারতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে বাঁকুড়ার এই জায়গায়। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
5/6
মানুষের ভিড় নেই বললেই চলে। দক্ষিণ বাঁকুড়ার একেবারে শেষ প্রান্ত। ঝাড়খণ্ড লাগোয়া সবুজ জনপদ ঝিলিমিলি। বিরাট বিরাট সব শাল, শিমূল, মহুয়া গাছে ছাওয়া, পর্যটক ইমন রায় চৌধুরী জানান,
মানুষের ভিড় নেই বললেই চলে। দক্ষিণ বাঁকুড়ার একেবারে শেষ প্রান্ত। ঝাড়খণ্ড লাগোয়া সবুজ জনপদ ঝিলিমিলি। বিরাট বিরাট সব শাল, শিমূল, মহুয়া গাছে ছাওয়া, পর্যটক ইমন রায় চৌধুরী জানান,"বাঁকুড়া জঙ্গলমহল একটি অত্যন্ত সুন্দর জায়গা। পুজোর আগে আসতে পেরে খুবই আনন্দিত। না হলে জানতেই পারতাম না।"
advertisement
6/6
বাঁকুড়ার জঙ্গলমহলে ধীরে ধীরে উন্নতি হলেও, যেন শতাব্দী প্রাচীন সভ্যতার ছিটেফোঁটা আবিষ্কার করা যায় এই জায়গায়। বাঁকুড়ার জঙ্গলমহল অত্যন্ত সুন্দর। সেই কারণে পুজোর ছুটিতে এবার চলে আসুন বাঁকুড়ার ঝিলিমিলি, সুতান এবং তালবেড়িয়াতে।
বাঁকুড়ার জঙ্গলমহলে ধীরে ধীরে উন্নতি হলেও, যেন শতাব্দী প্রাচীন সভ্যতার ছিটেফোঁটা আবিষ্কার করা যায় এই জায়গায়। বাঁকুড়ার জঙ্গলমহল অত্যন্ত সুন্দর। সেই কারণে পুজোর ছুটিতে এবার চলে আসুন বাঁকুড়ার ঝিলিমিলি, সুতান এবং তালবেড়িয়াতে
advertisement
advertisement
advertisement