Calcutta High Court: 'এই সিদ্ধান্ত ভুল!' কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার! বাংলাদেশে পুশব্যাক মামলায় মুখ পুড়ল কেন্দ্রের
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Calcutta High Court: বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের রায়ে খারিজ হয়ে গেল কেন্দ্রের সিদ্ধান্ত।
কলকাতা: পরিযায়ী শ্রমিক মামলায় কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। বীরভূমের অন্তঃসত্বা সোনালি বিবি সহ পরিবারের সকলকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের রায়ে খারিজ হয়ে গেল কেন্দ্রের সিদ্ধান্ত। কেন্দ্রের সিদ্ধান্ত খারিজ হাইকোর্ট নির্দেশ দিল, চার সপ্তাহের মধ্যে তাদের সকলকে ফিরিয়ে আনতে হবে। বীরভূমের পাইকরের বাসিন্দাদের পাঠানে হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশি সন্দেহে বীরভূমের সোনালি বিবি সহ পাইকরের বাসিন্দাদের বিতাড়নের সিদ্ধান্ত ভুল। এমনই জানিয়ে দিল হাইকোর্ট। নির্দেশ কার্যকরের ওপর ৬ সপ্তাহের জন্য স্বল্প সময়ের স্থগিতাদেশ চায় কেন্দ্রীয় সরকার। সেই আবেদনও খারিজ করল হাইকোর্ট।
advertisement
advertisement
ভিনরাজ্যে কাজে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকেরা! এমন অভিযোগ তুলে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা শুরু হয়েছে। দিল্লি, গুজরাত, মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে কয়েক মাস আগে থেকেই সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু হয়েছে।
advertisement
তাঁদের মধ্যে বেশিরভাগই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক বলে অভিযোগ। অনেক সন্দেহভাজন বাংলাদেশিও ধরা পড়েছেন। অভিযোগ, অনেক ক্ষেত্রেই পুলিশ অতিসক্রিয়। বাংলা ভাষায় কথা বললেই তাঁদের আটক করা হচ্ছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের আটক করার বিষয় নিয়ে প্রথমে কলকাতা হাই কোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে মামলা হয়। হাই কোর্টে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি চলছিল। সেই মামলাতেই কেন্দ্রকে ধাক্কা দিয়ে বড় নির্দেশ দিল আদালত।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2025 12:06 PM IST