Train Cancel: আগামী ৪ দিন বাতিল করা হল একগুচ্ছ ট্রেন, সময়েও একাধিক বদল, জেনে নিন তালিকা

Last Updated:

​Train Cancel: এন. এফ. রেলওয়ের রঙিয়া ডিভিশনের অন্তর্গত পাঠশালা-সরুপেটা-বরপেটা রোড সেকশনের মধ্যে উন্নয়নমূলক কাজের জন্য চারদিনের রোলিং ব্লকের পরিপ্রেক্ষিতে নীচের বিবরণ অনুযায়ী কয়েকটি ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে, সময় পুনর্নির্ধারণ করা হয়েছে অথবা নিয়ন্ত্রণ করা হয়েছে।

​এন. এফ. রেলওয়ের রঙিয়া ডিভিশনের অন্তর্গত পাঠশালা-সরুপেটা-বরপেটা রোড সেকশনের মধ্যে উন্নয়নমূলক কাজের জন্য চারদিনের রোলিং ব্লকের পরিপ্রেক্ষিতে নীচের বিবরণ অনুযায়ী কয়েকটি ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে, সময় পুনর্নির্ধারণ করা হয়েছে অথবা নিয়ন্ত্রণ করা হয়েছে।ট্রেনের বাতিলকরণ: ২৬ ও ২৭ আগস্ট, ২ ও ৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭৬৯ (আলিপুরদুয়ার জং.-লামডিং) ইন্টারসিটি এক্সপ্রেস, ট্রেন নং. ১৫৭৭০ (লামডিং-আলিপুরদুয়ার জং.) ইন্টারসিটি এক্সপ্রেস, ট্রেন নং. ১৫৭৫৩ (আলিপুরদুয়ার জং.-গুয়াহাটি) শিফুং এক্সপ্রেস, ট্রেন নং. ১৫৭৫৪ (গুয়াহাটি-আলিপুরদুয়ার জং.) সিফুং এক্সপ্রেস ও ট্রেন নং. ১৫৯২৮ (নিউ তিনসুকিয়া-রঙিয়া) এক্সপ্রেস ট্রেনগুলির চলাচল বাতিল করা হয়েছে।
২৬ আগস্ট ও ২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯২৭ (রঙিয়া-নিউ তিনসুকিয়া) এক্সপ্রেস, ২৭ আগস্ট ও ৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯৬৭ (রঙিয়া-লিডু) এক্সপ্রেস ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে।ট্রেনের সময় পুনর্নির্ধারণ: ২৬ ও ২৭ আগস্ট, ২ ও ৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে নিউ বঙাইগাঁও থেকে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৮০১ (নিউ বঙাইগাঁও-গুয়াহাটি) প্যাসেঞ্জার ট্রেনটির সময় ০৪.৪০ ঘণ্টার পরিবর্তে ০৬.১০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ২৬ ও ২৭ আগস্ট, ২ ও ৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে গুয়াহাটি থেকে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৮১০ (গুয়াহাটি-নিউ বঙাইগাঁও) প্যাসেঞ্জার ট্রেনটির সময় ০৫.০০ ঘণ্টার পরিবর্তে ০৬.৩০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ২৬ আগস্ট ও ২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে নাহরলগুন থেকে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২২৪১১ (নাহরলগুন-আনন্দ বিহার টার্মিনাল) এক্সপ্রেস ট্রেনটির সময় ২১.৫০ ঘণ্টার পরিবর্তে ০০.৫০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।
advertisement
advertisement
৩০ আগস্ট ও ৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কামাখ্যা থেকে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫০৫ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) নর্থইস্ট এক্সপ্রেস ট্রেনটির সময় ১২.৪০ ঘণ্টার পরিবর্তে ১৩.৪০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।ট্রেনের নিয়ন্ত্রণ: ২৯ আগস্ট ও ৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং.১৫৯৫৯ (হাওড়া-ডিব্রুগড়) কামরূপ এক্সপ্রেস ট্রেনটিকে ৯০ মিনিটের জন্য পথে নিয়ন্ত্রণ করা হবে।
advertisement
২৯ আগস্ট ও ৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫০৬ (আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা) নর্থইস্ট এক্সপ্রেস ট্রেনটিকে ৬০ মিনিটের জন্য পথে নিয়ন্ত্রণ করা হবে। ২৮ আগস্ট ও ৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৫৭ (দিল্লি-কামাখ্যা) ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটিকে ৬০ মিনিটের জন্য পথে নিয়ন্ত্রণ করা হবে।​এছাড়াও, ২৬ আগস্ট ও ২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং.২০৫০৩ (ডিব্রুগড়-নিউ দিল্লি) রাজধানী এক্সপ্রেস ট্রেনটি কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।পুনরায়, পশ্চিম মধ্য রেলওয়ের পাওয়ারখেদা স্টেশনে নন-ইন্টারলকিং কাজের জন্য ২৭ আগস্ট, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং.০১৬৬৬ (আগরতলা-রানি কমলাপতি)স্পেশাল ট্রেনটির চলাচল বাতিল করা হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Train Cancel: আগামী ৪ দিন বাতিল করা হল একগুচ্ছ ট্রেন, সময়েও একাধিক বদল, জেনে নিন তালিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement