Train Cancel: আগামী ৪ দিন বাতিল করা হল একগুচ্ছ ট্রেন, সময়েও একাধিক বদল, জেনে নিন তালিকা

Last Updated:

​Train Cancel: এন. এফ. রেলওয়ের রঙিয়া ডিভিশনের অন্তর্গত পাঠশালা-সরুপেটা-বরপেটা রোড সেকশনের মধ্যে উন্নয়নমূলক কাজের জন্য চারদিনের রোলিং ব্লকের পরিপ্রেক্ষিতে নীচের বিবরণ অনুযায়ী কয়েকটি ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে, সময় পুনর্নির্ধারণ করা হয়েছে অথবা নিয়ন্ত্রণ করা হয়েছে।

​এন. এফ. রেলওয়ের রঙিয়া ডিভিশনের অন্তর্গত পাঠশালা-সরুপেটা-বরপেটা রোড সেকশনের মধ্যে উন্নয়নমূলক কাজের জন্য চারদিনের রোলিং ব্লকের পরিপ্রেক্ষিতে নীচের বিবরণ অনুযায়ী কয়েকটি ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে, সময় পুনর্নির্ধারণ করা হয়েছে অথবা নিয়ন্ত্রণ করা হয়েছে।ট্রেনের বাতিলকরণ: ২৬ ও ২৭ আগস্ট, ২ ও ৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭৬৯ (আলিপুরদুয়ার জং.-লামডিং) ইন্টারসিটি এক্সপ্রেস, ট্রেন নং. ১৫৭৭০ (লামডিং-আলিপুরদুয়ার জং.) ইন্টারসিটি এক্সপ্রেস, ট্রেন নং. ১৫৭৫৩ (আলিপুরদুয়ার জং.-গুয়াহাটি) শিফুং এক্সপ্রেস, ট্রেন নং. ১৫৭৫৪ (গুয়াহাটি-আলিপুরদুয়ার জং.) সিফুং এক্সপ্রেস ও ট্রেন নং. ১৫৯২৮ (নিউ তিনসুকিয়া-রঙিয়া) এক্সপ্রেস ট্রেনগুলির চলাচল বাতিল করা হয়েছে।
২৬ আগস্ট ও ২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯২৭ (রঙিয়া-নিউ তিনসুকিয়া) এক্সপ্রেস, ২৭ আগস্ট ও ৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯৬৭ (রঙিয়া-লিডু) এক্সপ্রেস ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে।ট্রেনের সময় পুনর্নির্ধারণ: ২৬ ও ২৭ আগস্ট, ২ ও ৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে নিউ বঙাইগাঁও থেকে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৮০১ (নিউ বঙাইগাঁও-গুয়াহাটি) প্যাসেঞ্জার ট্রেনটির সময় ০৪.৪০ ঘণ্টার পরিবর্তে ০৬.১০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ২৬ ও ২৭ আগস্ট, ২ ও ৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে গুয়াহাটি থেকে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৮১০ (গুয়াহাটি-নিউ বঙাইগাঁও) প্যাসেঞ্জার ট্রেনটির সময় ০৫.০০ ঘণ্টার পরিবর্তে ০৬.৩০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। ২৬ আগস্ট ও ২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে নাহরলগুন থেকে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২২৪১১ (নাহরলগুন-আনন্দ বিহার টার্মিনাল) এক্সপ্রেস ট্রেনটির সময় ২১.৫০ ঘণ্টার পরিবর্তে ০০.৫০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।
advertisement
advertisement
৩০ আগস্ট ও ৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কামাখ্যা থেকে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫০৫ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) নর্থইস্ট এক্সপ্রেস ট্রেনটির সময় ১২.৪০ ঘণ্টার পরিবর্তে ১৩.৪০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।ট্রেনের নিয়ন্ত্রণ: ২৯ আগস্ট ও ৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং.১৫৯৫৯ (হাওড়া-ডিব্রুগড়) কামরূপ এক্সপ্রেস ট্রেনটিকে ৯০ মিনিটের জন্য পথে নিয়ন্ত্রণ করা হবে।
advertisement
২৯ আগস্ট ও ৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫০৬ (আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা) নর্থইস্ট এক্সপ্রেস ট্রেনটিকে ৬০ মিনিটের জন্য পথে নিয়ন্ত্রণ করা হবে। ২৮ আগস্ট ও ৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৫৭ (দিল্লি-কামাখ্যা) ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটিকে ৬০ মিনিটের জন্য পথে নিয়ন্ত্রণ করা হবে।​এছাড়াও, ২৬ আগস্ট ও ২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং.২০৫০৩ (ডিব্রুগড়-নিউ দিল্লি) রাজধানী এক্সপ্রেস ট্রেনটি কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।পুনরায়, পশ্চিম মধ্য রেলওয়ের পাওয়ারখেদা স্টেশনে নন-ইন্টারলকিং কাজের জন্য ২৭ আগস্ট, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং.০১৬৬৬ (আগরতলা-রানি কমলাপতি)স্পেশাল ট্রেনটির চলাচল বাতিল করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Train Cancel: আগামী ৪ দিন বাতিল করা হল একগুচ্ছ ট্রেন, সময়েও একাধিক বদল, জেনে নিন তালিকা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement