Soldier: টিকিট নিয়ে বচসা! সিআরপিএফ জওয়ানকে মারধর কাঁওয়র যাত্রীদের, আটক হয়েও জামিন তিনজনের, মির্জাপুরে চাঞ্চল্য
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Kanwariya: টিকিট নিয়ে বচসা। সিআরপিএফ জওয়ানকে মারধরের অভিযোগ কাঁওয়ার যাত্রীদের বিরুদ্ধে।
মির্জাপুর: টিকিট নিয়ে বচসা। সিআরপিএফ জওয়ানকে মারধরের অভিযোগ কাঁওয়ার যাত্রীদের বিরুদ্ধে। উত্তর প্রদেশের মির্জাপুরের ঘটনার ভিডিও সামনে আসার পরেই তোলপাড় দেশজুড়ে। ঘটনায় ইতিমধ্যে তিন কাঁওয়ার যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জামিনে মুক্তও হয়ে গিয়েছেন ওই তিন অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে কেন্দ্রীয় আধাসেনা তথা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর এক কর্মী ব্রহ্মপুত্র মেলে ওঠার জন্য মির্জাপুর স্টেশনে অপেক্ষা করছিলেন। তখনই টিকিট কেনা নিয়ে তাঁর সঙ্গে বচসা বাধে সাত থেকে আটজন কাঁওয়ার যাত্রীদের সঙ্গে। বচসা বাড়তে বাড়তে পৌঁছে যায় হাতাহাতির পর্যায়ে। অভিযোগ উর্দি পরা সিআরপিএফ জওয়ানের উপর চড়াও হন পুণ্যার্থীরা। তাঁরা জওয়ানকে মাটিতে ফেলে পর পর ঘুষি ও লাথি মারতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ওই ঘটনার ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা)।
advertisement
advertisement
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে, প্রায় সাত আটজন গেরুয়া পোশাকধারী ব্যক্তি ঘিরে রেখেছে সিআরপিএফ কর্মীকে। তাদের মধ্যে একজন তাকে আঘাত করে। তিনি প্রতিরোধ করার চেষ্টা করলে, দেখা যায় কাঁওয়ার যাত্রীর একযোগে তাঁকে আক্রমণ করেন। ভিডিওতে জওয়ানকে মাটিতে ফেলে মারধর করতে দেখা গিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2025 4:58 PM IST