Surya Grahan 2022: বছরের প্রথম সূর্যগ্রহণ এই মাসেই! কখন শুরু হবে গ্রহণ, দেখবেন কীভাবে দেখুন এক ঝলকে
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Solar Eclipse 2022: সূর্যগ্রহণ শুরু হবে দুপুর ১২টা ১৫ মিনিটে।
Solar Eclipse 2022: ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে ৩০ এপ্রিল, শনিবার। তবে ভারতীয়দের জন্য তেমন সুখবর নেই জ্যোতির্বিজ্ঞানীদের কাছে। এই দেশ থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না। দক্ষিণ এবং পশ্চিম-দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং অ্যান্টার্কটিক মহাসাগরের মানুষ গ্রহণটি দেখতে পাবে। ২০২২ সালে ঘটতে চলা দু’টি আংশিক সূর্যগ্রহণের মধ্যে প্রথম গ্রহণ হবে এটি। দ্বিতীয়টি ঘটবে চলতি বছরের ২৫ অক্টোবর।
সূর্যগ্রহণ আসলে কী?
যখন চাঁদ ঘুরতে ঘুরতে সূর্য এবং পৃথিবীর মাঝখানে সঠিক সময়ে চলে আসে তখনই সূর্যগ্রহণ ঘটে। ফলস্বরূপ, চাঁদ সূর্যকে কিছুটা আড়াল, সূর্যের রশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়। এই পুরো ঘটনাটিকেই সূর্যগ্রহণ বলা হয়।
advertisement
advertisement
সূর্যগ্রহণকে চার ভাগে ভাগ করা হয়: পূর্ণগ্রাস, বলয়গ্রাস, আংশিক এবং হাইব্রিড। ২০২২ সালে চারটি গ্রহণ ঘটবে, দু’টি আংশিক সূর্যগ্রহণ এবং দু’টি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। প্রতিটি সূর্যগ্রহণ শুধুমাত্র একটি নির্দিষ্ট অবস্থান থেকেই দেখা যায়.
advertisement
সময়
সূর্যগ্রহণ শুরু হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। এবং ভারতীয় সময় (IST) অনুযায়ী বিকেল ৪:০৭ এ শেষ হবে। তবে ভারতে তা দেখা যাবে না।
EarthSky.org এর মতে, গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বিকেল ৪:৪১ নাগাদ, যখন চাঁদের ছায়ার শঙ্কুর অক্ষ পৃথিবীর কেন্দ্রের সবচেয়ে কাছে আসবে। গ্রহণ স্থায়ী হবে তিন ঘণ্টা বাহান্ন মিনিট। এটি একটি আংশিক সূর্যগ্রহণ।
advertisement
যদিও অনেকেই খালি চোখে সূর্যগ্রহ দেখতে পছন্দ করেন, তবে বিজ্ঞানীদের পরামর্শ প্রতিরক্ষামূলক চশমা, দূরবীন, বক্স প্রজেক্টর বা টেলিস্কোপের মাধ্যমে সূর্যগ্রহণ দেখাই উচিত।
চাঁদের পৃথিবী থেকে সবচেয়ে দূরে যখন অবস্থান করে, সেই অবস্থানটিকে বলা হয় অ্যাপোগি। চাঁদ এই অবস্থানে পৌঁছনোর মাত্র চার দিন আগেই ঘটবে গ্রহণটি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 19, 2022 2:52 PM IST