#কলকাতা: রবিবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার ৷ চলছে বিক্ষিপ্ত বৃষ্টিও ৷ এরই মাঝে সূর্যগ্রহণ ৷ দেখতে পারছেন না? একেবারে মন খারাপ নয় ৷ বরং মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে এক ক্লিকেই দেখে নিতে পারেন সূর্যগ্রহণ৷
আকাশে সূর্যগ্রহণ দেখার আগে জেনে নিন-- খালি চোখে কয়েক সেকেন্ডের জন্য সূর্য গ্রহণ দেখলেও, তা রেটিনার উপর মারাত্মক প্রভাব ফেলে । যার ফলে মানুষ দৃষ্টিশক্তিও হারাতে পারে । তাই খালি চোখে এই গ্রহণ দেখা একেবারেই উচিত নয় পেরিস্কোপে , টেলিস্কোপ , সানগ্লাস বা দূরবীন, কোনও কিছুর সাহায্যে গ্রহণ দেখার সময় সূর্যের দিকে সরাসরি না তাকানোই বাঞ্ছনীয় । গ্রহণের সময় সূর্য রশ্মি অত্যন্ত সংবেদনশীল থাকে , যা চোখে প্রভাব ফেলে । বাজারে আইএসও স্বীকৃত বিশেষ সোলার গ্লাস দিয়ে গ্রহণ দেখা নিরাপদ জানিয়েছেন বিশেষজ্ঞরানিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Solar eclipse 2020