সোনার কুয়ো থেকে তোলা ১০৮ ঘটি জলে স্নানযাত্রা শুরু পুরীর জগন্নাথদেবের
Last Updated:
কখনও রত্ন ভাণ্ডারের বেপাত্তা চাবি, তো কখনও সেবাইতদের প্রতিবাদে বন্ধ জগন্নাথদেবের ভোগ রান্না আবার কখনও রাষ্ট্রপতির স্ত্রীকে মন্দিরে ঢুকতে না দেওয়া ৷ বারবারই এমন অভিযোগ উঠছে পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে ৷
#পুরী: কখনও রত্ন ভাণ্ডারের বেপাত্তা চাবি, তো কখনও সেবাইতদের প্রতিবাদে বন্ধ জগন্নাথদেবের ভোগ রান্না আবার কখনও রাষ্ট্রপতির স্ত্রীকে মন্দিরে ঢুকতে না দেওয়া ৷ বারবারই এমন অভিযোগ উঠছে পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে ৷ তবে উৎসবের মরশুমে পুরনো সেই কাসুন্দি নৈব নৈব চ ৷
আজই মহাপ্রভুর মহাস্নান। সেই উৎসবকে কেন্দ্র করে এখন ব্যস্ততা তুঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরে। প্রতি বছর দেবস্নান পূর্ণিমায় এই রীতি পালিত হয়। মহাস্নানের আগে অবধি রত্নবেদীতেই থাকেন জগন্নাথ।
advertisement
এ বছরের মহাস্নান পর্ব শুরু হয়েছে বৃহস্পতিবার ভোর চারটেয়। প্রথমে জগন্নাথ, তারপর বলরাম, শেষে শুভদ্রাকে পুষ্পাঞ্জলী দেবেন মন্দিরের সেবায়েতরা। তারপর তাঁদের নিয়ে যাওয়া হবে স্নানবেদীতে। সেখানে মঙ্গল আরতী ও সূর্যপুজোর পর তিনজনকে মহাস্নানের জন্য প্রস্তুত করা হবে। মন্দিরের উত্তরের দরজায় রয়েছে সোনার কুয়ো। সেই কুয়ো থেকে তোলা হবে একশো আট ঘটি জল। সেই জলেই স্নান করবেন জগন্নাথ, বলরাম, শুভদ্রা। মহাস্নান শেষ হবে সকাল দশটায়।

advertisement
On the auspicious occasion of #DevaSnanaPurnima , Pray Lord #Jagannath for peace and happiness of all. My SandArt at Bhubaneswar airport. pic.twitter.com/VVtuFLp8YR
— Sudarsan Pattnaik (@sudarsansand) June 28, 2018
advertisement
Location :
First Published :
June 28, 2018 8:48 AM IST