পুরীর জগন্নাথ দর্শনে বাধা রাষ্ট্রপতির স্ত্রীকে, সামনে এল চাঞ্চল্য়কর তথ্য

Last Updated:

প্রায় তিন মাস পরে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রীর প্রথম পুরীর জগন্নাথ মন্দির দর্শনের তিক্ত অভিজ্ঞতা ৷

#নয়াদিল্লি: প্রায় তিন মাস পরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রীর প্রথম পুরীর জগন্নাথ মন্দির দর্শনের তিক্ত অভিজ্ঞতা ৷ টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে পুরীর মন্দিরের স্বেচ্ছাসেবকেরা দ্য ফার্স্ট লেডি অফ ইন্ডিয়া অর্থাৎ রাষ্ট্রপতির স্ত্রীর পথ অবরুদ্ধ করে সামনে দাঁড়িয়ে ছিলেন ৷ বাধা দিয়েছিলেন মন্দির ও সেরেস্তায় প্রবেশে ৷ ঘটনাটি ঘটেছে ১৮ মার্চ ৷
মন্দিরে জগন্নাথ দর্শনের সময় সকাল ৬:৩৫ থেকে সকাল ৮:৪০ পর্যন্ত ৷ সেই দিন রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী ও কয়েকজন আধিকারিককে প্রবেশের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল ৷ তা সত্ত্বেও কেন এমন ঘটল তাই বোঝা যাচ্ছেনা ? এমন কী তাঁদের বিশ্রামের জন্য একটি ঘরেরও ব্যবস্থা করা হয়নি সেদিন ৷ সঙ্গে ছিল আরও অনেক অব্যবস্থা ৷
advertisement
পুরীর মন্দিরের কর্তৃপক্ষের আচরণে মর্মাহত হয়ে ঠিক পরের দিনই (১৯ মার্চ)  রাষ্ট্রপতিভবনের পক্ষ থেকে পুরীর জেলা প্রশাসনকে ঘটনাটির ব্যখ্যা  চেয়ে চিঠি দেওয়া হয়েছে ৷ পুরীর জগন্নাথ মন্দিরের প্রশাসনের উদাসহীনতায় অবাক হয়েছেন স্বয়ং রাষ্ট্রপতি ৷ সেই চিঠির ভিত্তিতেই পুরীর জেলা প্রশাসন তদন্তে নেমেছে ৷
advertisement
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেজেডির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ, আইএএস অফিসার প্রদীপ কুমার মহাপাত্র ঘটনার সত্যতা মেনে নিয়ে জানিয়েছেন ৷ মন্দিরের প্রশাসনের কাছে জবাব তলব করা হয়েছে কিন্তু যা ঘটেছে তা অনভিপ্রেত ৷ ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়ে সেই দিকেই খেয়াল রাখবেন ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
পুরীর জগন্নাথ দর্শনে বাধা রাষ্ট্রপতির স্ত্রীকে, সামনে এল চাঞ্চল্য়কর তথ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement