Snake: কুয়োর মধ্যে ওটা কী নড়ছে! দেখেই ঝাঁপ যুবকদের, শেষে যা কাণ্ড হল..

Last Updated:

Snake: সম্প্রতি সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে

উদ্ধার বিষধর সাপ। প্রতীকী ছবি
উদ্ধার বিষধর সাপ। প্রতীকী ছবি
কর্ণাটক: বিপদে পড়া সাপকে উদ্ধার করতে এগিয়ে এলেন দুই যুবক। নিজের জীবন বাজি রেখেও কুয়োর ভিতর থেকে উদ্ধার করে আনলেন সরীসৃপকে। জানা গিয়েছে, কর্নাটকের এক সরীসৃপপ্রেমী ব্যক্তি, গভীর কুয়োর অতলে নেমে উদ্ধার করে নিয়ে আসেন সাপটিকে। এমনকী নিজের জীবন বাজি রেখে দড়ির সাহায্যে গভীর কুয়োয় নেমে পড়েন তিনি।
সম্প্রতি সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। দমবন্ধ করা সেই ভিডিওর শেষে দেখা গিয়েছে, একটি সাপকে উদ্ধার করে এনেছেন তিনি। জানা গিয়েছে, পবন নায়েক নামে ওই যুবক সাপ উদ্ধার করার জন্য গভীর কুয়োয় নামতে দু’বার ভাবেননি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুমতার পুরনো বাসস্ট্যান্ডের কাছে মধুকর শানাভাগ নামে এক ব্যক্তির বাড়িতেই এই ঘটনা ঘটে।
advertisement
advertisement
মধুকরের বাড়ির কুয়োয় আটকা পড়ে যায় একটি সাপ। সেই ঘটনা দেখতে পেয়ে সাপটিকে উদ্ধার করার চেষ্টা করেন তিনি। কিন্তু তাঁর পক্ষে একাজ সম্ভব নয় বুঝেই মধুকর খবর দেন পবনকে। কুয়োটি প্রায় ৪৫ ফুট গভীর।খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছন পবন নায়েক। ৪৫ ফুট গভীর কূপে নামার জন্য তিনি ব্যবহার করেন দু’টি দড়ি।
advertisement
অবশেষে কোনও রকম বিপদ ঘটার আগেই সাপটিকে তিনি ঢুকিয়ে ফেলেন একটি ব্যাগে। তুলে নিয়ে আসেন উপরে। গভীর কূপে, পিচ্ছিল শ্যাওলার ফলে আটকা পড়েছিল সাপটি। কোনও ভাবেই উপরে উঠে আসতে পারছিল না। তবে জীবিত ছিল সে। তাই পবন নায়েকের সময় মতো গিয়ে উপস্থিত হওয়ায় প্রাণে বেঁচে যায় সাপটি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Snake: কুয়োর মধ্যে ওটা কী নড়ছে! দেখেই ঝাঁপ যুবকদের, শেষে যা কাণ্ড হল..
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement