Snake: একটু আগেই খেলছিল শিশুরা! হঠাৎ ফোঁস ফোঁস শব্দ, বিরাট বিপদ নেমে এল বাড়িতে
- Published by:Suvam Mukherjee
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Snake: ইন্টারনেটের দৌলতে আজকাল বন্যপ্রাণের ছবি বা ভিডিও দেখা খুব সহজ হয়ে গিয়েছে
কোরবা: আপন মনে খেলা করছিল শিশুরা। হঠাৎই সেখানে হানা দিল এক ভয়ঙ্কর গোখরো সাপ। ভয়ে ছুটোছুটি পড়ে গেল গোটা এলাকায়। ইন্টারনেটের দৌলতে আজকাল বন্যপ্রাণের ছবি বা ভিডিও দেখা খুব সহজ হয়ে গিয়েছে। আজকাল প্রায়ই এমন ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে, যেখানে বিষধর সাপের দেখা মেলে। সম্প্রতি তেমনই আর একটি ভিডিও ছড়িয়েছে ইন্টারনেটে।
জানা গিয়েছে, ঘটনাটি ছত্তিসগড়ের কোরবা জেলার। সেখানকার নিউ রেভিনিউ কলোনিতে, একটি বিশালাকার সাপ ফণা ছড়িয়ে বসে রয়েছে, এমনই দেখা গিয়েছে ভিডিওতে। সাপটি যেখানে বসেছিল, ঠিক সেইখানেই কিছুক্ষণ আগে খেলা করছিল এলাকার ছোট শিশুরা। হঠাৎই এমন বিশালাকার সাপের আগমনে ওই বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকাতেও।
advertisement
বিশেষত যেখানে বাচ্চারা খেলা করছিল সেখানে সাপ আসায় ত্রাস ছড়ায় কয়েকগুণ বেশি। সাপের খবর হু-হু করে ছডি়য়ে পড়ে গোটা এলাকায়। পরে খবর দেওয়া হয় স্থানীয় সাঁপুড়েকে। তিনিই সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। জানা গিয়েছে, সন্ধ্যায় রেভিনিউ কলোনির একটি বাড়ির উঠোনে শিশুরা খেলা করছিল। হঠাৎই তারা দেখতে পায় একটি সাপ। ছোটরাই বাড়ির বড়দের খবর দেয়। দেখা যায় একটি বিষাক্ত সাপ ফণা উঁচিয়ে বসে রয়েছে।
advertisement
এলাকার বাসিন্দারা সেই সময় খবর দেন স্থানীয় সাপুড়ে অবিনাশ যাদবকে। সাপটিকে ধরে নিয়ে যেতে কিছুক্ষণের মধ্যেই এলাকায় আসেন অবিনাশ। অল্প সময়ের মধ্যেই বিষাক্ত গোখরো সাপটিকে উদ্ধার করে ফেলেন তিনি। স্বস্তির শ্বাস নেয় এলাকাবাসী।
advertisement
সাপুড়ে অবিনাশ যাদব জানান, গোখরো প্রজাতির ওই সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জনগণের কাছে আবেদন করেন, যখনই কোথাও কোনও সাপ দেখা যাবে, তখন কোনও ভাবেই তাকে উত্যক্ত করা যাবে না। কোনও বন্যপ্রাণীকেই উত্যক্ত করা ঠিক নয়। তাতে বিপদের আশঙ্কা বাড়ে। বরং যত দ্রুত সম্ভব খবর দিতে হবে স্থানীয় সাপুড়ে বা বন দফতরে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2023 4:02 PM IST