Snake: সামনে দাঁড়িয়ে ১৪ ফুটের বিষাক্ত কিং কোবরার! যা কাণ্ড হল, শুনলে চমকে উঠবেন
- Published by:Suvam Mukherjee
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Snake: সম্প্রতি বিহারের পশ্চিম চম্পারণ জেলার বাগাহায় দেখা মিলেছে এমনই একটি গোখরো সাপের
লক্ষ্মীপুর: সাপ, তা সে যত ছোটই হোক, দেখা মাত্র শরীর হিম হয়ে যেতে বাধ্য। কিন্তু সেই সাপের ওজন যদি হয় ২২ কেজি আর দৈর্ঘ্য ১৪ ফুট, তাহলে ভয়েই প্রাণ চলে যেতে পারে যে কোনও মানুষের। কিন্তু এমন সাপের দেখা খুব একটা মেলে না। সম্প্রতি বিহারের পশ্চিম চম্পারণ জেলার বাগাহায় দেখা মিলেছে এমনই একটি গোখরো সাপের। যার ওজন ২২ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট।
জানা গিয়েছে, ভিটিআর এলাকার লক্ষ্মীপুর রামপুরার চম্পামাই মন্দিরের কাছে একটি বাড়ি থেকে এমন একটি পুরুষ গোখরো উদ্ধার করা হয়েছে। তার ওজন প্রায় ২২ কেজি, দৈর্ঘ্য ১৪ ফুট। এত বড় বিষধরকে বাগে আনতে হিমসিম খেতে হয়েছে সাপধরাদের। ৬ জন বনকর্মী মিলে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় কাবু করতে পেরেছেন সাপটিকে।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিটিআর সংলগ্ন লক্ষ্মীপুর রামপুরওয়া গ্রামের চম্পামাই-এর মন্দিরের কাছে এই ঘটনা। শুক্রবার গভীর রাতে স্থানীয় বাসিন্দা ভোলা রামের বাড়িতে একটি দৈত্যাকার গোখরো ঢুকে পড়ে। বাড়ির মালিক জানান, রাতে হঠাৎই ইঁদুরের দৌড়াদৌড়ির শব্দ পাওয়া যায়। কিন্তু তখনও তাঁরা কিছু বোঝেননি। শনিবার সকালে গৃহকর্ত্রী রান্নার জন্য কাঠ আনতে গিয়ে ভাঁড়ার ঘরে দেখতে পান সাপটিকে। যদিও কাল বিলম্ব না করে খবর দেওয়া হয় বন দফতরে।
advertisement
ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় সাপটিকে উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেন বন কর্মীরা। আসলে ভিটিআর এলাকাটি ঘন জঙ্গলে ঘেরা। প্রায় প্রতিদিনই এখানে নানা ধরনের বিষাক্ত প্রাণী ও পোকামাকড়ের দেখা মিলছে। এর প্রায় এক মাস আগেও বাগাহায় একটি বড় গোখরো উদ্ধার করা হয়। বনকর্মীদের মতে, গত ৫ বছরে এখান থেকে প্রায় ৩০টি এই ধরনের বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2023 6:59 PM IST