#নয়াদিল্লি: সিঙ্গুরের জমি হারা কৃষকদের ভাগ্যে আছে তা জানা যেতে পারে কাল সকালেই ৷ বুধবার সিঙ্গুর মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট ৷
সকাল সাড়ে ১০টায় বিচারপতি অরুণ মিশ্রা ও গোপাল গৌড়ার এজলাসে রায় দেওয়া হওয়া হবে সিঙ্গুরে টাটাদের ন্যানো গাড়ি তৈরির জন্য অনিচ্ছুক চাষীদের যে জমি সরকার অধিগ্রহণ করেছিল তা ফেরত সংক্রান্ত রাজ্য সরকারের আইন কি বৈধ না অবৈধ তার জবাবও পাওয়া যেতে পারে কাল ৷
উল্লেখ্য এর আগে সিঙ্গুরে বহু ফসলি জমি অধিগ্রহণ আইনকে অসাংবিধানিক ও অবৈধ বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়কেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার ৷
সিঙ্গুর জমি অধিগ্রহণ ইস্যুতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে লাগাতার তোপের মুখে পড়েছে তৎকালীন বাম সরকার। এর আগে মামলার শেষ শুনানির দিন জমি অধিগ্রহণের বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছে দেশের সর্বোচ্চ আদালত। কৃষক স্বার্থে জমি অধিগ্রহণ হয়নি বলেও মন্তব্য করেন সুপ্রিম কোর্টের বিচারপতি। আদালতে সওয়াল-জবাবে আশায় বুক বাঁধছেন সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকরা। আশাবাদী কৃষি জমি রক্ষা কমিটির আহ্বায়ক বেচারাম মান্নাও।
সিঙ্গুরে টাটাদের গাড়ি কারখানা তৈরির জন্য ৯৯৭ একর জমির মধ্যে ৬০ শতাংশ জমির মালিক সরকারের প্যাকেজ মেনে নিয়েছিলেন। চেকও নেন তাঁরা। ৪০০ একরের অনিচ্ছুক কৃষকেরা টাকা নেননি। তাঁদের অভিযোগ ছিল, টাটার কারখানার জন্য কেন রাজ্য সরকার বহুফসলি জমি নেবে। কেন অনিচ্ছুকদের জমিও কাড়া হবে। তারপর দীর্ঘ আন্দোলনের ইতিহাস।
তবে আশায় বুক বাঁধছে অনিচ্ছুক কৃষকরা। আইনের ওপর ভরসা আছে। বলছেন সিঙ্গুরের কৃষিজমি রক্ষা কমিটি্র আহ্বায়ক। সুদিন আসছেই। আশায় জমি-হারা কৃষকরা। রাজনীতি- আইনের জটিলতা কাটিয়ে নতুন দিনের স্বপ্নে বিভোর সিঙ্গুর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Singur, Singur Land issue, Singur TATA Nano Factory, Supreme Court, Supreme Court Verdict