Sikkim: প্রচন্ড খারাপ পরিস্থিতি সিকিমে, হাজার-হাজার পর্যটকের মাথায় হাত! নদীতে ভেসে গেলেন বৃদ্ধ
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
Sikkim: সিকিমের বিভিন্ন পর্যটনস্থলে যাওয়ার ব্যাপারে রয়েছে সে-রাজ্যের নানা সরকারি বিধিনিষেধ। কিন্তু কার্যক্ষেত্রে সে সব নিষেধাজ্ঞা কতটা মানা হয়, সরকারি নজরদারিই বা কতখানি থাকে, সম্প্রতি তুষার ধসে সাত পর্যটকের মৃত্যুর ঘটনার পরে সে ব্যাপারে প্রশ্ন উঠেছে বারবার।
শিলিগুড়ি: নর্থ সিকিম বেড়াতে গিয়ে আটকে দু’হাজার পর্যটক। রাতভর অবিরাম বৃষ্টির জের। নর্থ সিকিমে বেড়াতে গিয়ে আটকে প্রায় ২ হাজার পর্যটক। রাস্তার ওপর দিয়ে বইতে থাকে জল। ১০ নং জাতীয় সড়কে ধস। লাচুং, লাচেন, ইয়ুমথাংয়ের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ভারী বৃষ্টির জেরে পেগংয়ের কাছে ধস। আজ নর্থ সিকিম বেরোনোর জন্যে কোনো অনুমতি দিচ্ছে না সিকিম প্রশাসন।
ফুঁসছে পূর্ব ও পশ্চিম সিকিমের একাধিক নদীও। পশ্চিম সিকিমে রিম্বি নদীতে ভেসে গেলেন এক বৃদ্ধ। ঘটনাস্থলে সিকিম জেলা প্রশাসন। অন্যদিকে নর্থ সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নামল সেনাবাহিনী।
advertisement
সিকিমের বিভিন্ন পর্যটনস্থলে যাওয়ার ব্যাপারে রয়েছে সে-রাজ্যের নানা সরকারি বিধিনিষেধ। কিন্তু কার্যক্ষেত্রে সে সব নিষেধাজ্ঞা কতটা মানা হয়, সরকারি নজরদারিই বা কতখানি থাকে, সম্প্রতি তুষার ধসে সাত পর্যটকের মৃত্যুর ঘটনার পরে সে ব্যাপারে প্রশ্ন উঠেছে বারবার। গ্যাংটক-নাথু লা পথে ১৫ মাইল এলাকায় তুষার ধসে দুর্ঘটনায় মারা যান সাত পর্যটক। জখম অন্তত ২৭।
advertisement
ওই ঘটনার পর পাহাড়ে টানা তুষারপাত ও এই দুর্ঘটনার জেরে পর্যটকদের ছাঙ্গু এবং নাথু লা যাওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছিল। এদিকে, গতমাসেই তুষারঝড়ে আটকে পরা ৪০ পর্যটককে অভিযান চালিয়ে উদ্ধার করে ভারতীয় সেনা ও বর্ডার রোড অর্গানাইজেশন ( বিআরও)। অপারেশন স্বস্তিক নামে অপারেশন চালায় ভারতীয় সেনা ও বিআরও। এই নিয়ে চলতি বছরে পঞ্চমবার তুষারঝড়ে আটকে পরা পর্যটকদের উদ্ধার করল সেনা ও বিআরও। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় দু হাজার পর্যটকের প্রাণ বাঁচিয়েছে সেনা ও বিআরও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2023 1:49 PM IST