Sikkim Assembly Results 2024: 'ভালবাসার জন্যেই...': সিকিমে ৩২ এ ৩১!! বিরাট জয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Sikkim Assembly Results 2024: সিকিমে ৩২টি আসন বিশিষ্ট বিধানসভায় ৩১টি আসনেই জয়। পাহাড়ি রাজ্যে টানা দ্বিতীয় বার ক্ষমতায় ফিরতে চলেছে প্রেম সিং তামাংয়ের এসকেএম।
গ্যাংটক: সিকিমে ৩২টি আসন বিশিষ্ট বিধানসভায় ৩১টি আসনেই জয়। পাহাড়ি রাজ্যে টানা দ্বিতীয় বার ক্ষমতায় ফিরতে চলেছে প্রেম সিং তামাংয়ের এসকেএম। গণতন্ত্রের উৎসবে ২৫ বছর ধরে ক্ষমতায় থাকা পবন চামলিংয়ের দল এসডিএফ সিকিমে মাত্র ১টি আসন পেয়েছে। অন্য দিকে ৩১টি আসনে লড়াই করেও খাতা খুলতে পারেনি বিজেপি।
সিকিমের মুখ্যমন্ত্রী এবং এসকেএম সুপ্রিমো পিএস তামাং রেনক বিধানসভা আসন থেকে ৭,০৪৪ ভোটে SDF-এর সোম নাথ পৌডিয়ালকে পরাজিত করে জয়ী হয়েছেন। কমিশন সূত্রে জানা গিয়েছে তামাং ১০,০৯৪ ভোট পেয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট প্রার্থী ৩,০৫০ ভোট পেয়েছেন।
advertisement
advertisement
সিকিমের মুখ্যমন্ত্রী তাঁর দ্বিতীয় আসন সোরেং-চাকুং থেকেও বিজয়ী হয়েছেন। ‘এই জয়ের আসল কারণ মানুষের ভালবাসা, গত ৫ বছরের কাজের জয়’ বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।
“জনগণের ভালোবাসা ও আস্থার কারণেই আমরা গত পাঁচ বছরে সরকারকে নিরাপদ করে তুলতে পেরেছি। এছাড়া দলীয় ক্যাডাররা অনেক পরিশ্রম করেছেন। সিকিমের জনগণের জন্য আমাদের ১০০ শতাংশ দেওয়ার জন্য এবার আমাদের সামনে আরও পাঁচ বছর আছে,” গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে এক সমাবেশে এমনটাই বললেন প্রেম তামাং।
advertisement
Congratulations to SKM and CM @PSTamangGolay for their victory in the Sikkim Assembly Elections 2024. I look forward to working with the State Government to further the progress of Sikkim in the coming times.
— Narendra Modi (@narendramodi) June 2, 2024
advertisement
তামাংয়ের স্ত্রী কৃষ্ণা কুমারী রাইও নির্বাচনে জয়ী হয়েছেন। নামচি-সিংহিথাং বিধানসভা কেন্দ্রের এসকেএম প্রার্থী কৃষ্ণা রাই তাঁর নিকটতম সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট (এসডিএফ) প্রতিদ্বন্দ্বী বিমল রাইকে ৫,৩০২ ভোটে পরাজিত করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2024 4:13 PM IST