Helicopter Crash: হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু Siemens-এর সিইও-র, শেষ তাঁর পরিবারও! কে এই অগাস্টিন এস্কোবার?
- Published by:Rachana Majumder
- Reported by:Trending Desk
Last Updated:
সংবাদমাধ্যমের কাছে মেয়র এরিক অ্যাডামস বলেন যে, মনে করা হচ্ছে, চপার ভেঙে পড়ার ঘটনায় বলি হয়েছে স্পেনের একটি পরিবার। আর মৃত্যু হয়েছে পাইলটেরও।
নিউইয়র্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ৬ জনের। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। সংবাদমাধ্যমের কাছে মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘মনে করা হচ্ছে, চপার ভেঙে পড়ার ঘটনায় বলি হয়েছে স্পেনের একটি পরিবার। আর মৃত্যু হয়েছে পাইলটেরও।’
নিউইয়র্ক হেলিকপ্টার ট্যুরস পরিচালনা করত বেল ২০৬ চপারের। সেটিই হাডসন নদীতে ভেঙে পড়েছেন। স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ একটি ডাউনটাউন হেলিকপ্টাপ প্যাড থেকে রওনা হয়েছিল চপারটি। এরপর তা উত্তর দিকে হাডসন নদীর উপর দিয়ে উড়তে থাকে। এরপর দক্ষিণ বাঁক নিয়ে যখন সেটি জর্জ ওয়াশিংটন ব্রিজে পৌঁছয়, তার কয়েক মিনিট পরেই ভেঙে পড়ে। ফলে জলোচ্ছ্বাস হয় এবং তা দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ লোয়ার ম্যানহাটনের কাছে ডুবে যায়।
advertisement
কে এই অগাস্টিন এস্কোবার?
advertisement
সিএনএন-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ম্যানহাটন শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য চপারটি ভাড়া করে এক পরিবার। মৃতদের মধ্যে রয়েছেন অগাস্টিন এস্কোবার। তিনি Siemens-এর একজন একজিকিউটিভ। আর এই দুর্ঘটনায় শেষ হয়ে গিয়েছে তাঁর পরিবারও।
আরও পড়ুন– কাজের বিনিময়ে ‘কুপ্রস্তাব’ দিয়ে গভীর রাতে ফোন করতেন পরিচালকরা ! ১৫০ অডিশন দিয়েও হয়েছিলেন রিজেক্ট, বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী
এস্কোবারের লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা গিয়েছে যে, তিনি Siemens Mobility-র রেল ইনফ্রাস্ট্রাকচারের গ্লোবাল সিইও ছিলেন। এনার্জি, ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রান্সপোর্টেশন সেক্টরে আন্তর্জাতিক লিডারশিপের উপর তাঁর ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, স্পেন এবং জার্মানির মতো দেশে টিমের নেতৃত্ব দেওয়ার কাজ করেছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, চপারে ওড়ার আগে তার সামনে দাঁড়িয়ে সপরিবার ছবি তুলেছেন এস্কোবার। এমনকী চপারের মধ্যেও তাঁদের ছবি ভাইরাল হয়েছে। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সাংবাদিক বৈঠকে বৃহস্পতিবার বলেন যে, ওই পরিবারটি স্পেন থেকে এসেছিল।
advertisement
আরও পড়ুন: সৌরভ না সাহিল, মুসকানের দ্বিতীয় সন্তানের বাবা কে? মুখ খুলল সৌরভের পরিবার, বিরাট দাবি
দুর্ঘটনার ভিডিও ভাইরাল:
হেলিকপ্টার ভেঙে পড়ার দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, একটি বিশাল বড় বস্তু নদীর মধ্যে এসে পড়ল। কয়েক সেকেন্ড পর বোঝা যাচ্ছিল যে, অনেকটা হেলিকপ্টারের ব্লেডের মতো দেখতে বস্তুটি। এরপরেই অবশ্য জায়গাটিকে ঘিরে ফেলে এমার্জেন্সি এবং পুলিশের বোট। হেলিকপ্টারটি ডুবেই গিয়েছিল, কিন্তু এর ল্যান্ডিং গিয়ার জলের উপর ভেসে ছিল। আর একটি ভিডিও-য় দেখা গিয়েছে যে, হাডসন নদীর জলে ভাসছে জুতো এবং সিট।
advertisement
BREAKING: 6 people killed in Hudson River helicopter crash – APpic.twitter.com/G5NbjZVzV0
— BNO News (@BNONews) April 10, 2025
ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য:
দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ‘ভয়ঙ্কর’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন যে, দুর্ঘটনার ভিডিওটা রীতিমতো ‘ভয়াবহ’।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 12, 2025 9:47 AM IST