Sidhu Vs Kejriwal: ইঁটের জবাব পাটকেলে! সিধুর নেতৃত্বে বিক্ষোভ অরবিন্দ গড়ে, তরজা তুঙ্গে...

Last Updated:

Sidhu Vs Kejriwal: অরবিন্দ কেজরিওয়ালের আবাসনের সামনে শিক্ষকদের বিক্ষোভে যোগ দিয়ে রাজ্য সরকারের শিক্ষা নীতির সমালোচনা করলেন নভজ্যোত সিধু।

সিধু-কেজরিওয়াল টক্কর
সিধু-কেজরিওয়াল টক্কর
কংগ্রেসের তরফে বিষয়টিকে ইঁটের  বদলে পাটকেল হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। কারণ, কিছুদিন আগে পঞ্জাবের মোহালিতে বিক্ষোভরত শিক্ষকদের ধর্নায় যোগ দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। পাশাপাশি পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণ জিত সিং চান্নির নির্বাচনী এলাকায় স্কুলে গিয়ে রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। যেভাবে, আম আদমি পার্টি পঞ্জাবে গিয়ে রাজ্য সরকারের সমালোচনা করছে সেইভাবে এবার দিল্লিতে আপ সরকারের সমালোচনা করবে কংগ্রেস নেতৃত্ব  (Sidhu Vs Kejriwal)।
advertisement
advertisement
গত দিল্লি বিধানসভা নির্বাচনে আপ সরকারের শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন তুলে ধরে ব্যাপক প্রচার করেছিল কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল। এদিন শিক্ষকদের বিক্ষোভ সভায় যোগ দিয়ে রাজ্য সরকারের শিক্ষা নীতির সমালোচনা করলেন সিধু  (Sidhu Vs Kejriwal)। একইসঙ্গে ট্যুইটারে তিনি লিখেছেন, "২০১৫ নির্বাচনী ইশতেহারে ৮ লক্ষ নতুন চাকরি এবং দিল্লিতে ২০ টি কলেজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। চাকরি এবং কলেজের কী হল?" গত পাঁচ বছরে দিল্লির বেকারত্ব ৫ গুণ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন সিধু। পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি সিধুর অভিযোগ, দিল্লির স্কুলে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষকদের "বন্ডেড লেবার" হিসেবে দেখা হয়।
advertisement
পঞ্জাবে কংগ্রেসের অবস্থা কিছুটা ছন্নছাড়া। ক্যাপ্টেন অমরিন্দর সিং দল ছাড়ার পর সেই জটিলতা আরও বেড়েছে। মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পাশাপাশি নিজেকে অপমানিত বলে মন্তব্য করে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন দীর্ঘদিনের কংগ্রেসে নেতা এবং গান্ধি পরিবার ঘনিষ্ট অমরিন্দর সিং। নিজে নতুন দল ঘোষণা করেছেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লড়বে ক্যাপ্টেনের দল। কংগ্রেসের এই পরিস্থিতির সুযোগ নিয়ে সেখানে ক্ষমতায় আসতে চায় আম আদমি পার্টি।
বাংলা খবর/ খবর/দেশ/
Sidhu Vs Kejriwal: ইঁটের জবাব পাটকেলে! সিধুর নেতৃত্বে বিক্ষোভ অরবিন্দ গড়ে, তরজা তুঙ্গে...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement