উত্তরপ্রদেশ: তাঁর 'অপরাধ' ছিল তিনি হাথরাস গণধর্ষণ কাণ্ডের সত্যিটা সকলের সামনে আনতে চেয়েছিলেন। যোগীরাজ্যের হাড়হিম করা ধর্ষণের ঘটনা সামনে আসার পরে অন্যান্য সাংবাদিকের মতোই নিজের কাজ করতে হাজির হয়ে গিয়েছিলেন হাথরাসে। সঙ্গে অন্য সাংবাদিকেরাও ছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই তাঁদের গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। দেশ বিরোধী আইনে মামলা করা হয় সিদ্দিক কাপ্পানের বিরুদ্ধে।
দীর্ঘ ২৮ মাসের লড়াই। বারবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পরে অবশেষে বৃহস্পতিবার লখনউর জেল থেকে মুক্তি পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান।
এদিন সকাল ৯টা বেজে ১৫ মিনিটে কাপ্পানকে জেল থেকে ছাড়া হয়েছে বলে জানান লখনউ ডিস্ট্রিক্ট জেলের জেলার রাজেন্দ্র সিং।
জেল থেকে মুক্তি পাওয়ার পরে সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে কাপ্পান বলেন, "২৮ মাস পরে জেল থেকে মুক্তি পেলাম। আমি সংবাদমাধ্যম ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছিল। এতদিন পরে জেল থেকে ছাড়া পেয়ে আমি খুশি।"
২০২০ সালের অক্টোবর। ১৯ বছরের এক দলিত মহিলাকে গণধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে উত্তরপ্রদেশের হাথরাসে। যা নিয়ে তোলপাড় পড়ে যায় গোটা দেশে। ঘটনার ১৪ দিন পরে দিল্লির হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার। কিন্তু তার পরে মধ্যরাতে পরিবারের সদস্যদের অন্ধকারে রেখেই তরুণীর দেহ সৎকার করে দেওয়ার অভিযোগ ওঠে জেলা প্রশাসনের বিরুদ্ধে।
এরপরেই আর কয়েকজন সহকর্মীর সঙ্গে হাথরাসের উদ্দেশে রওনা দিয়েছিলেন কেরলের সাংবাদিক কাপ্পান। কিন্তু, হাথরাসে পৌঁছনোর আগেই তাঁদের গ্রেফতার করা হয়। উত্তরপ্রদেশ পুলিশ অভিযোগ তোলে, অশান্তি ছড়ানোর জন্যই হাথরাসে যাচ্ছিলেন উনি। শুধু তাই নয়, দেশ বিরোধী UAPA আইনে মামলা করা হয় কাপ্পানের বিরুদ্ধে। যা নিয়ে তোলপাড় পড়ে যায় গোটা দেশে। বিরোধীরা অভিযোগ তোলে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যোগী আদিত্যনাথের সরকার।
এর পরে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কাপ্পানের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন পিপিলস ফ্রন্ট অফ ইন্ডিয়ার থেকে টাকা নেওয়ার অভিযোগ আনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও কোনও টেরর আউটফিটের কাছ থেকে কোনও রকম টাকা নেওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছিলেন কাপ্পান।
গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট তাঁর জামিনে আর্জিতে অনুমোদন দিয়ে জানান, কাপ্পানের বিরুদ্ধে তেমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। ধর্ষণ-কাণ্ডে বিচার চেয়ে করা একটি টুলকিট পাওয়া গিয়েছিল মাত্র। এর তিনমাস পরে ইডি-র মামলাতেও জামিন পান তিনি। এতদিন নানা প্রশাসনিক কারণে আটকে ছিল কাপ্পানের মুক্তি। অবশেষে পেলেন ছাড়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।