Axiom-4 Mission:Shubhanshu Shukla: রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বুধে পাড়ি মহাকাশে! মাইলফলকের পথে বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা

Last Updated:

Axiom-4 Mission:Shubhanshu Shukla:এই অভিযানটি একটি বেসরকারি অর্থায়নে পরিচালিত বাণিজ্যিক প্রচেষ্টার অংশ, যেখানে ভারত শুক্লার আইএসএস-এ উড্ডয়নের সুবিধার্থে ৬০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে বলে জানা গিয়েছে।

শুভাংশু শুক্লা, আগামিকাল, ১১ জুন, ২০২৫ তারিখে মহাকাশে যাচ্ছেন
শুভাংশু শুক্লা, আগামিকাল, ১১ জুন, ২০২৫ তারিখে মহাকাশে যাচ্ছেন
গগনযান কর্মসূচির আওতায় মনোনীত নভোচারীদের মধ্যে একজন ভারতীয়-এ বড় কম গর্বের বিষয় নয়। ভারতীয় বিমান বাহিনীর (IAF) গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, আগামিকাল, ১১ জুন, ২০২৫ তারিখে মহাকাশে যাচ্ছেন। খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার উৎক্ষেপণ বিলম্বিত হয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) Axiom-4 মিশনের অংশ হিসেবে শুক্লার এই যাত্রা ভারতের মহাকাশ অভিযান উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তো বটেই!
এই অভিযানটি একটি বেসরকারি অর্থায়নে পরিচালিত বাণিজ্যিক প্রচেষ্টার অংশ, যেখানে ভারত শুক্লার আইএসএস-এ পাড়ির সুবিধার্থে ৬০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে বলে জানা গিয়েছে।
অ্যাক্সিওম-৪ মিশন
অ্যাক্সিওম-৪ (অ্যাক্স-৪) মিশনটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে চতুর্থ বেসরকারি নভোচারী অভিযান। এটি ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে একটি স্পেসএক্স ড্রাগন মহাকাশযানের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়, যা ফ্যালকন ৯ রকেট দ্বারা চালিত হয়।
advertisement
advertisement
এই মিশনের নেতৃত্বে আছেন প্রাক্তন নাসা মহাকাশচারী পেগি হুইটসন, যিনি বর্তমানে অ্যাক্সিওম স্পেসের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক ক্রুদের মধ্যে রয়েছেন পোল্যান্ডের (ইউরোপীয় মহাকাশ সংস্থা) স্লাওস উজানানস্কি এবং হাঙ্গেরির টিবোর কাপু, দুজনেই মিশন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রুপ ক্যাপ্টেন শুক্লা মিশনের পাইলট হিসেবে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন, অত্যন্ত দায়িত্বশীল এই অফিসার নির্ভুল ভাবে নিজের ভূমিকা পালন করে চলেছেন।
advertisement
শুভাংশু শুক্লা কে?
লখনউয়ের বাসিন্দা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আলিগঞ্জের সিটি মন্টেসরি স্কুলের প্রাক্তন ছাত্র। ২০০৬ সালে আইএএফ-এ কমিশন লাভ করেন। ২০০০ ঘন্টারও বেশি ফ্লাইং আওয়ার্স এবং ১৬ বছরেরও বেশি কেরিয়ারে ফাইটার পাইলট হিসেবে তাঁর খ্যাতি যথেষ্ট।
গুঞ্জন ডাকনামে পরিচিত শুক্লা তিন ভাইবোনের মধ্যে সবার ছোট। পরিবার থেকে তিনিই প্রথম সশস্ত্র বাহিনীতে যোগদান করেছেন। তাঁর বিমানচালনা কেরিয়ারে Su-30MKI, MIG-21, MIG-29, জাগুয়ার এবং হক সহ একাধিক বিমান রয়েছে। তিনি একজন যোগ্য যোদ্ধা, যুদ্ধ নেতা এবং একজন স্বনামধন্য টেস্ট পাইলট।
advertisement
আরও পড়ুন : ধস-জলস্রোতে বার বার ক্ষতিগ্রস্ত বাংলা-সিকিম পর্যটনের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক! সিকিম বেড়ানো কি সঙ্কটের মুখে? জানুন বিশেষজ্ঞের মত
ISRO-র হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রামের (HSP) অধীনে নির্বাচিত শুক্লা ভবিষ্যতের গগনযান মিশনের জন্যও একজন শীর্ষ প্রতিযোগী। গত আট মাস ধরে তিনি NASA এবং Axiom Space-এর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে চলেছেন।
advertisement
এবার এই মহাকাশে উড়ানের মাধ্যমে শুক্লা চার দশকেরও বেশি সময় পর মহাকাশে যাত্রা করা দ্বিতীয় ভারতীয় নভোচারী হয়ে উঠলেন। ১৯৮৪ সালে রাকেশ শর্মা সোভিয়েত সয়ুজ মহাকাশযানে চড়ে যে যাত্রা করেছিলেন, শুক্লা সেই পথেরই উত্তরসূরি!
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Axiom-4 Mission:Shubhanshu Shukla: রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বুধে পাড়ি মহাকাশে! মাইলফলকের পথে বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement