লোকসভায় আস্থা ভোটে বিজেপিকেই সমর্থন করবে শিবসেনা

Last Updated:

লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে প্রথমবার গৃহীত হয়েছে অনাস্থা প্রস্তাব ৷ সেই অনাস্থা প্রস্তাব নিয়ে শুক্রবার আলোচনার পর হবে ভোটাভুটি ৷

#নয়াদিল্লি: লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে প্রথমবার গৃহীত হয়েছে অনাস্থা প্রস্তাব ৷ সেই অনাস্থা প্রস্তাব নিয়ে শুক্রবার আলোচনার পর হবে ভোটাভুটি ৷ শুক্রবার সেই আস্থা ভোটেই বিজেপিকে সমর্থন করবে শিবসেনা ৷
উদ্ধব ঠাকরে জানিয়েছেন, ‘আমরা বিজেপিকেই সমর্থন করব ৷ আজ রাতের মধ্যে শিবসেনার তরফ থেকে চূড়ান্ত ঘোষণা করা হবে ৷’ অন্যদিকে, শিবসেনার বরিষ্ঠ নেতা সঞ্জয় রাউত সরাসরি বিজেপিকে সমর্থনের কথা স্বীকার করেননি ৷ তবে, তিনি বলেছেন, ‘ভারত গণতান্ত্রিক দেশ ৷ এখানে বিরোধী দলের মতামত শোনাও একান্ত প্রয়োজন ৷ আগামিকাল ভোটাভুটির সময় উদ্ধব ঠাকরে যা নির্দেশ দেবেন শিবসেনা তেমনটাই করবে ৷ এতে কোনও দ্বিমত হবে না ৷’
advertisement
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই উদ্ধব ঠাকরেকে ফোন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ শিবসেনাকে পাশে থাকার আর্জি জানিয়ে উদ্ধব ঠাকরেকে ফোন করেন অমিত ৷ এরপরই বিজেপিকে সমর্থনে হুইপ জারি করে শিবসেনা ৷ রাজনীতিবিদদের মত, অমিতের ফোনেই সম্ভবত দু’তরফের গলল বরফ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লোকসভায় আস্থা ভোটে বিজেপিকেই সমর্থন করবে শিবসেনা
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement