‘পিটিয়ে খুনের দায় রাজ্য সরকারগুলির’ রাজনাথের মন্তব্যে লোকসভা থেকে ওয়াকআউট কংগ্রেস ও বামেদের

Last Updated:

পিটিয়ে খুনের দায় রাজ্য সরকারগুলির, কেন্দ্রের নয় ৷ বৃহস্পতিবার লোকসভায় একথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ।

#নয়াদিল্লি: পিটিয়ে খুনের দায় রাজ্য সরকারগুলির, কেন্দ্রের নয় ৷ বৃহস্পতিবার লোকসভায় একথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং । রাজনাথের এই মন্তব্যের প্রতিবাদে লোকসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস ও বাম ।
এদিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে গণপিটুনির প্রসঙ্গ ওঠায় সে সম্পর্কে রাজনাথ সিং বলেন,
আমি সরকারের তরফ থেকে এই গণপিটুনির মত ঘটনাগুলির তীব্র নিন্দা করছি ৷ তবে, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় ৷ তাই দায় নিতে হবে রাজ্যগুলিকেই ৷ কেন্দ্র কোনও দায় নেবে না
৷ একইসঙ্গে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভুয়ো খবর ছড়িয়ে পড়ে ৷ তাই সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারির নির্দেশ দিলেন রাজনাথ ৷ পাশাপাশি, গণপিটুনি নিয়ে মন্তব্যের জেরে লোকসভায় বিপাকে পড়েন রাজনাথ সিং ৷ বিরোধীরা দাবি করেন, বেশিরভাগ গণপিটুনির ঘটনা ঘটেছে বিজেপি শাসিত রাজ্যেই ৷ যদিও এপ্রসঙ্গে মুখে কুলুপ আঁটেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷
advertisement
রাজনাথের এই মন্তব্যের প্রতিবাদে লোকসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস ও বাম সাংসদরা । রাজনাথের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর ৷ তিনি বলেন,
গণপিটুনি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয় ৷ সেই কারণেই আমরা লোকসভা থেকে ওয়াকআউট করি ৷
advertisement
রাজনাথের মন্তব্যের পরই এই বিষয়টি নিয়ে মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন,
আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় ৷ অবশেষে তা মানলেন রাজনাথ ৷
advertisement
সম্প্রতি, ছেলেধরার গুজব সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় এক সফটওয়ার ইঞ্জিনিয়ারের ৷ কিছুদিন ধরে বিভিন্ন হোয়্যাটসঅ্যাপ গ্রুপে ছেলেধরা সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়চ্ছিল বিভিন্ন রাজ্যে। চকলেট দিয়ে ছেলেদের সঙ্গে ভাব জমাচ্ছেন বহিরাগতরা ৷ এমনই একটি গুজব সম্প্রতি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ে ৷ যার জেরে অকালে প্রাণ হারান আজম নামে এক ব্যক্তি ৷ এই ঘটনায় ৩২ জনকে গ্রেফতার করে পুলিশ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘পিটিয়ে খুনের দায় রাজ্য সরকারগুলির’ রাজনাথের মন্তব্যে লোকসভা থেকে ওয়াকআউট কংগ্রেস ও বামেদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement