Shiv Sena Rebel Eknath Shinde: শিবসেনা বিদ্রোহে কি মদত জোগাচ্ছে বিজেপি? এক 'জাতীয় দল'-এর উল্লেখ শিন্ডের

Last Updated:

Maharashtra Political Crisis: একনাথ শিন্ডেকে বলতে শোনা যায়, “একটি জাতীয় দল রয়েছে, একটি ‘মহাশক্তি’... আপনারা জানেন যে তাঁরা পাকিস্তানকে পরাজিত করেছে।"

Eknath Shinde in Guwahati
Eknath Shinde in Guwahati
#মুম্বই: এক ‘জাতীয় দল’ নাকি শিবসেনার বিদ্রোহকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছে! শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের দলের বিরুদ্ধে বিদ্রোহ এখন ত্রিদলীয় মহা বিকাশ আঘাদি (এমভিএ) সরকারকে পতনের মুখে ঠেলে দিয়েছে। এরই মাঝে একনাথ জানিয়েছেন, একটি ‘জাতীয় দল’ তাঁদের বিদ্রোহকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে এবং সমস্ত রকমের সাহায্য করার আশ্বাসও দিয়েছে।
গুয়াহাটির একটি হোটেলে বিদ্রোহী শিবসেনা বিধায়কদের দলকে সম্বোধন করে একনাথ শিন্ডের একটি ভিডিও মুম্বইতে তাঁর অফিস থেকে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখানো হয়েছে, বিদ্রোহী বিধায়করা সর্বসম্মতিক্রমে একনাথ শিন্ডেকেই তাঁদের গোষ্ঠীর নেতা হিসাবে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিয়েছেন।
advertisement
advertisement
ভিডিওতে, একনাথ শিন্ডেকে বলতে শোনা যায়, “আমাদের উদ্বেগ এবং সুখ একই। আমরা ঐক্যবদ্ধ এবং আমাদেরই জয় হবে। একটি জাতীয় দল রয়েছে, একটি ‘মহাশক্তি’... আপনারা জানেন যে তাঁরা পাকিস্তানকে পরাজিত করেছে। তাঁরা বলেছেন যে আমরা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি এবং সব ধরনের সাহায্য করার আশ্বাসও দিয়েছে। একনাথ শিন্ডে বর্তমানে গুয়াহাটিতে শিবসেনার ৩৭ জন বিদ্রোহী বিধায়ক এবং নয় নির্দল বিধায়ককে নিয়ে একসঙ্গেই রয়েছেন।
advertisement
শিন্ডের কার্যালয় থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, তাঁদের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য একনাথকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে। মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল শিন্ডের জায়গায় অজয় ​​চৌধুরীকে শিবসেনা দলের নেতা হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছেন।
advertisement
অন্যদিকে, মুম্বইতে সাংবাদিকরা অজিত পাওয়ারকে জিজ্ঞাসা করেন, রাজ্যে যে রাজনৈতিক সংকট চলছে তাতে বিরোধী বিজেপির ভূমিকা আছে কী না? অজিত বলেন, “এখনও পর্যন্ত, বিজেপির কোনও শীর্ষ নেতাকে সামনে দেখা যায়নি।” রাজ্য এনসিপির প্রধান জয়ন্ত পাটিল জানান, এমভিএ সংখ্যাগরিষ্ঠতা ভোগ করছে। তিনি বলেন, “বিদ্রোহীরা শিবসেনা ছাড়েনি। তারা ফিরেই আসবে।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Shiv Sena Rebel Eknath Shinde: শিবসেনা বিদ্রোহে কি মদত জোগাচ্ছে বিজেপি? এক 'জাতীয় দল'-এর উল্লেখ শিন্ডের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement