Sheikh Hasina in India: 'বন্ধুত্ব দিয়ে সব সমস্যার সমাধান হয়', তিস্তা চুক্তিতেই ইঙ্গিত হাসিনার? আজ মোদির সঙ্গে বৈঠক

Last Updated:

এ দিন আনুষ্ঠানিক অভ্যর্থনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে মুজিব কন্যা ভারতের প্রতি বাংলাদেশবাসী এবং তাঁর পরিবারের কৃতজ্ঞতার কথা উল্লেখ করেন৷

শেখ হাসিনাকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদি৷ Photo-ANI
শেখ হাসিনাকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদি৷ Photo-ANI
#দিল্লি: 'বন্ধুত্ব দিয়ে সব সমস্যার সমাধান হয়৷' ভারত সফরের দ্বিতীয় দিনে এই বার্তাই দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সোমবার ভারতে পা দিলেও আনু্ষ্ঠানিক ভাবে আজ থেকেই হাসিনার সফর শুরু হল বলা যায়৷ এ দিন সকালে রাষ্ট্রপতি ভবনে পৌঁছন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ সেখানে তাঁকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে হাসিনার৷ সেই বৈঠকে জল বণ্টন, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দু' দেশের মধ্যে সাতটি চুক্তি সই হওয়ার কথা৷
এ দিন আনুষ্ঠানিক অভ্যর্থনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে মুজিব কন্যা ভারতের প্রতি বাংলাদেশবাসী এবং তাঁর পরিবারের কৃতজ্ঞতার কথা উল্লেখ করেন৷ হাসিনা বলেন, 'যখনই ভারত সফরে আসি, আমি অত্যন্ত আনন্দিত হই৷ আমাদের মূল লক্ষ্য দারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নতি৷ দু' দেশের মানুষই শুধু নয়, গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের জীবনযাপনের মান উন্নত করা যায়, সেই সমস্ত বিষয়েই আমাদের আলোচনা হবে৷'
advertisement
এর পরেই মোদিকে পাশে নিয়ে হাসিনা বলেন, 'আমার মতে বন্ধুত্ব দিয়ে সব সমস্যার সমাধান হয়৷ মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান রয়েছে, যেভাবে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, তার জন্য চিরকাল তার জন্য কৃতজ্ঞ থাকব৷ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে ভারতীয়দের শুভেচ্ছা, শুভ কামনা জানাচ্ছি৷' তবে বন্ধুত্ব দিয়ে সব সমস্যার সমাধানের কথা বলে শেখ হাসিনা ঝুলে থাকা তিস্তা জলবণ্টন চুক্তির দিকেই ইঙ্গিত করলেন কি না, সে প্রশ্ন থাকছেই৷
advertisement
advertisement
আগামী বছর বাংলাদেশে নির্বাচন রয়েছে৷ তার আগে হাসিনার এই ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ মোদি- হাসিনা আলোচনায় অবশ্যম্ভাবী ভাবেই তিস্তা জল বণ্টনের বিষয়টি ওঠার কথা৷ ভারতে আসার আগে হাসিনা একটি সাক্ষাৎকারেও বলেছেন, ভারতের থেকে আরও উদারতা আশা করেন তিনি৷ তিস্তা জল বণ্টন নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর কোনও মৌখিক আশ্বাসও হাসিনার কাছে বড় প্রাপ্তি হতে পারে৷ তবে এবারের সফরেই কুশিয়ারিয়া নদীর জল বণ্টন চুক্তি সই হওয়ার কথা দু' দেশের মধ্যে৷ ভারত এবং বাংলাদেশের মধ্যে দিয়ে ৫৪টি নদী বয়ে গিয়েছে৷ ফলে জল বণ্টনের বিষয়টি দু' দেশের কাছে বরাবরই গুরুত্ব পেয়েছে৷
advertisement
মোদির সঙ্গে বৈঠকের পর আজ বিকেলে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা৷ আগামিকাল রাজস্থানে যাবেন তিনি৷
এ দিন রাষ্ট্রপতি ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিন্দিতে কিছুটা বক্তব্য রাখেন হাসিনা৷ বক্তব্য শেষে বাংলায় বলেন, 'বেশ কয়েক বছর ভারতে থেকে কিছুটা হিন্দি শিখেছিলাম৷ তাই হিন্দিতে কথা বলার চেষ্টা করলাম৷'
বাংলা খবর/ খবর/দেশ/
Sheikh Hasina in India: 'বন্ধুত্ব দিয়ে সব সমস্যার সমাধান হয়', তিস্তা চুক্তিতেই ইঙ্গিত হাসিনার? আজ মোদির সঙ্গে বৈঠক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement