হবে বন্ধুত্বপূর্ণ লড়াই, কংগ্রেসের সভাপতি নির্বাচনের আগে একসঙ্গে শশী- দিগ্বিজয়

Last Updated:

অশোক গেহলট লড়ছেন না কংগ্রেস সভাপতি পদের নির্বাচনে

Image: Twitter
Image: Twitter
#নয়াদিল্লি: অশোক গেহলট সরে দাঁড়ানোয় এখন লড়াই দিগ্বিজয় সিং ও শশী থারুরের মধ্যে৷ আর সেই লড়াইকেই বন্ধুত্বপূর্ণ লড়াই বলে আখ্যা দিলেন শশী৷ বললেন, কংগ্রেসের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে৷
Received a visit from ⁦@digvijaya_28⁩ this afternoon. I welcome his candidacy for the Presidency of our Party. We both agreed that ours is not a battle between rivals but a friendly contest among colleagues. All we both want is that whoever prevails, @incIndia will win!🇮🇳 pic.twitter.com/Df6QdzZoRH
advertisement
advertisement
ট্যুইট করে দ্বিগ্বিজয় সিংকে শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি পদের অপর প্রার্থী শশী থারুর৷ বন্ধুত্বপূর্ণ এক লড়াইয়ের কথা বলেছেন থারুর৷ তিনি বলেছেন, আমাদের লড়াই একই দলের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ লড়াই, গান্ধী ও নেহেরুর আদর্শের পথে এগিয়ে যাওয়ার লড়াই৷ আমরা চাই, যে মানুষটিই জয়লাভ করুক, তাঁর হাতে যেন কংগ্রেসের জয় হয়৷
advertisement
এ দিকে, কংগ্রেসের অন্দরে রাজনৈতিক সংকট চলছেই। রাজস্থান নিয়ে কংগ্রেসের অন্দরেই চলছে ঝামেলা। আর সম্প্রতি সেই বিষয়ে আরও ঘি দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাঁর আসন্ন কংগ্রেসের সভাপতি নির্বাচনে লড়াই করার কথা। তিনি কংগ্রেসের সভাপতি পদে বসতে পারেন, এমনটা আন্দাজ করার পরেই রাজস্থান কংগ্রেসের অন্দরে শুরু হয় বিতর্ক। সেই বিতর্কেই ঘি দিলেন অশোক গেহলট। তিনি বললেন, কংগ্রেসের সভাপতি পদে তিনি লড়াই করবেন না।
advertisement
কেন তাঁর এই সিদ্ধান্ত! তিনি বলছেন, তাঁর রাজ্যে রাজনৈতিক অস্থিরতার কারণ তাঁর মুখ্যমন্ত্রী পদ থেকে সরে কংগ্রেস সভাপতি পদের দিকে এগিয়ে যাওয়া৷ সেই কারণেই বিধায়করা বেঁকে বসেছেন৷ সেই কারণেই সরকার পড়ে যাওয়ার উপক্রম হয়েছে, কংগ্রেস হাই কম্যান্ডকে নাক গলাতে হয়েছে৷ এই গোটা কাণ্ডের দায় কার্যত নিজের ঘাড়ে নিয়েই তিনি বলেছেন কংগ্রেসের সভাপতি পদে তিনি লড়তে চান না৷ যদিও তা নিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কী বক্তব্য, তা এখনও স্পষ্ট নয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হবে বন্ধুত্বপূর্ণ লড়াই, কংগ্রেসের সভাপতি নির্বাচনের আগে একসঙ্গে শশী- দিগ্বিজয়
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement