Shashi Tharoor : 'সন্ত্রাসীরা এসে ২৬ জন মহিলার সিঁথির সিঁদুর মুছে দিয়েছে, অপারেশন সিঁদুর প্রয়োজনীয় ছিল...' সাফ জানালেন কংগ্রেস সাংসদ শশী থারুর
- Published by:Rachana Majumder
- Reported by:Trending Desk
Last Updated:
প্রসঙ্গত, ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর-এর অধীনে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নির্বাচিত সেই সব জঙ্গি ঘাঁটিতেই হামলা চালিয়েছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছিল।
নয়াদিল্লি: ৭ মে, ২০২৫। ভারতীয় সেনাবাহিনী এবং বিমানবাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হানার অভিযান ‘অপারেশন সিঁদুর।’ নাগরিকের অসহায়তার পরিপ্রেক্ষিতে সরকার যে চুপ করে বসে থাকতে পারে না, সে কথা স্পষ্ট হল কংগ্রেস সাংসদ শশী থারুরের বক্তব্যে। পানামায় তিনি তুলে ধরলেন অপারেশন সিঁদুরের যৌক্তিকতা।মঙ্গলবার অপারেশন সিঁদুর গ্লোবাল আউটরিচ মিশনের সর্বদলীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে গিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর জোর দিয়ে বলেছেন, ‘ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান প্রয়োজনীয় ছিল, কারণ এই সন্ত্রাসীরা এসে ২৬ জন মহিলার সিঁথির সিঁদুর মুছে দিয়েছে। ভারতের পদক্ষেপের আরও প্রশংসা করে থারুর বলেন, সন্ত্রাসবাদীরা আমাদের বোন ও মেয়েদের তাঁদের সঙ্গে কী ঘটেছে তা বলতে বলেছিল, তাই আমরা তাদের রক্তের রঙ সিঁদুরের রঙের সঙ্গে মেলানোর সিদ্ধান্ত নিয়েছি।’
#WATCH | Panama City | Congress MP Shashi Tharoor says, “…Some women cried out The terrorists killed me too, and they said, ‘No, go back, tell what happened to you. We heard, we heard their cries and India decided that the colour of the Sindoor, the vermilion colour on the… pic.twitter.com/VOcr3hq3RO
— ANI (@ANI) May 28, 2025
advertisement
advertisement
পানামা সিটিতে বক্তৃতা দিতে গিয়ে কংগ্রেস সাংসদ বলেন, “কিছু মহিলা সন্ত্রাসীদের সামনে চিৎকার করে বলেছিলেন যে তাঁদেরও হত্যা করা হোক, আর সন্ত্রাসবাদীরা বলেছিল, ‘না, ফিরে যাও, বলো তোমাদের সঙ্গে কী হয়েছে’। আমরা সে কথা শুনেছি, আমরা তাঁদের ক্রন্দনধ্বনি শুনেছি এবং ভারত সিদ্ধান্ত নিয়েছে যে সিঁদুরের রঙ, আমাদের নারীদের সিঁথির সিঁদুরের রঙ, খুনি, অপরাধী, আক্রমণকারীদের রক্তের রঙের সঙ্গেও মিলবে। আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে অপারেশন সিঁদুর প্রয়োজনীয় ছিল কারণ এই সন্ত্রাসবাদীরা এসে ২৬ জন মহিলার সিঁথি থেকে সিঁদুর মুছে দিয়েছিল।”
advertisement
আরও পড়ুন : ‘ফাঁকি দিলেই…’, এবার বিদেশি পড়ুয়াদের বিরাট হুঁশিয়ারি ট্রাম্পের! কোপে পড়বেন ভারতীয়রাও
শশী থারুর বলেন, “আমরা সকলেই বিভিন্ন রাজনৈতিক পটভূমি এবং ভারতের বিভিন্ন অংশ থেকে এসেছি, কিন্তু জাতীয় উদ্দেশ্যে আমরা ঐক্যবদ্ধ। ২২ এপ্রিল, ২০২৫ পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর আমরা অপেক্ষা করেছিলাম যে পাকিস্তান সরকার এই ভয়াবহ অপরাধের অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে কি না। যখন স্পষ্টতই কিছুই করা হচ্ছিল না, তখন দুই সপ্তাহ পরে, ৭ মে, ২০২৫ আমরা পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটির সদর দফতরে আক্রমণ করি। যুদ্ধ শুরু করার ব্যাপারে আমাদের কোনও আগ্রহ ছিল না, তবে আমরা মনে করি যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের শাস্তি পাওয়া উচিত।”
advertisement
প্রসঙ্গত, ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর-এর অধীনে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নির্বাচিত সেই সব জঙ্গি ঘাঁটিতেই হামলা চালিয়েছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 28, 2025 12:00 PM IST