Shashi Tharoor: সংসদ ভবন নাকি রবার স্ট্যাম্পে পরিণত হয়েছে ! এ কি বললেল শশী থারুর
- Published by:Debamoy Ghosh
- Reported by:Rajib Chakraborty
Last Updated:
গত শীতকালীন অধিবেশনে চিন নিয়ে প্রথম থেকে আলোচনার দাবি জানায় বিরোধীরা। যদিও কেন্দ্রীয় সরকার রাজি না হওয়ায় ঝড় ওঠে সংসদের উভয় কক্ষে।
নয়াদিল্লি: সম্প্রতি সংসদে শাসক-বিরোধী সম্পর্ক নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে। সাম্প্রতিককালে, বিশেষ করে মোদি জমানায় সংসদে বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সেই সময় কংগ্রেস সাংসদ শশী থারুর অভিযোগ করলেন, এখন সংসদ ভবন রবার স্ট্যাম্পে পরিণত হয়েছে।
রাজস্থানের জয়পুরে একটি অনুষ্ঠানে শশী থারুর বলেছেন, "আজ আমাদের দেশের সরকার সফলভাবে সংসদকে রবার স্ট্যাম্প এবং নোটিস বোর্ডে পরিণত করতে পেরেছে। এখন সংসদ ভবন শুধু একটু নোটিস বোর্ড যেখানে জানানো হয় সরকার কী চায়। রবার স্ট্যাম্প কারণ, ক্যাবিনেটে যেভাবে পাস হয় সেভাবেই নিজেদের ইচ্ছামত বিলগুলি পাস করায়।"
advertisement
advertisement
একই অনুষ্ঠানে তিনি আরও বলেন, " জওহরলাল নেহেরুর সময়ে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করতে পারতেন বিরোধীরা। আমরা দেখেছি, পিছনের আসনে বসে থাকা কংগ্রেস সাংসদদের চাপে পদত্যাগে বাধ্য হয়েছিলেন অর্থমন্ত্রী। ১৯৬২ সালে চিন যুদ্ধের দায় নিয়েছিলেন প্রধানমন্ত্রী।"
প্রসঙ্গত উল্লেখ্য, গত শীতকালীন অধিবেশনে চিন নিয়ে প্রথম থেকে আলোচনার দাবি জানায় বিরোধীরা। যদিও কেন্দ্রীয় সরকার রাজি না হওয়ায় ঝড় ওঠে সংসদের উভয় কক্ষে। বার বার নোটিস দিলেই তা খারিজ হয়ে যায়। বিরোধীদের আনা সমস্ত প্রস্তাবই পত্রপাঠ খারিজ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। জানানো হয়, নির্দিষ্ট নিয়ম মেনে এই প্রস্তাব আনা হয়নি, তাই তা পাশ করাও সম্ভব হচ্ছে না।
advertisement
এর পরেই, ধনখড়ের সিদ্ধান্তের প্রতিবাদে কক্ষত্যাগ করেন কংগ্রেস সহ অন্য বিরোধী দলের সাংসদেরা। রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এ প্রসঙ্গে বলেন, "চিন আমাদের জমি দখল করে নিচ্ছে, সেতু বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে। আমরা যদি এখন এই অনুপ্রবেশ নিয়ে আলোচনা না করি, তাহলে কখন করব?"
advertisement
কক্ষত্যাগ নিয়ে অবশ্য বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর দাবি, "বিরোধীরা এ ভাবে রাজ্যসভার কক্ষত্যাগ করলে ভারতীয় সেনার মনোবল ভেঙে যায়। বিরোধীদের উচিত সংসদের কাজে সহায়তা করা।" এছাড়া, কোনও নিয়ম নীতি না মেনেই বিরোধীরা প্রস্তাব এনেছিলেন বলে মন্তব্য করেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other India
First Published :
January 21, 2023 9:41 AM IST