Sharad Pawar on Maharashtra new government: ছ' মাসও টিকবে না শিন্ডে সরকার, দাবি শরদ পাওয়ারের! বিধায়কদের দিলেন বড় নির্দেশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এনসিপি প্রধান নাকি আরও দাবি করেন, কিছুদিনের মধ্যেই শিবসেনার বিদ্রোহী বিধায়করা উদ্ধব ঠাকরে শিবিরে ফিরতে শুরু করবেন৷
#মুম্বাই: উদ্ধব ঠাকরের সরকারকে ফেলে দিয়ে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ শিন্ডে৷ বিজেপি এবং শিবসেনার বিদ্রোহী বিধায়কদের সমর্থনেই মুখ্যমন্ত্রীর কুর্সি পেয়েছেন শিন্ডে৷ কিন্তু একনাথ শিন্ডের সরকার ছ' মাসের বেশি টিকবে না বলেই মনে করছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার৷ দলের বিধায়কদের তাঁর পরামর্শ, ছ' মাসের মধ্যেই মহারাষ্ট্রে ফের নির্বাচন হতে পারে৷ তাই নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বিধায়কদের জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন পাওয়ার৷
উদ্ধব ঠাকরে সরকারের অন্যতম শরিক ছিল শরদ পাওয়ারের এনসিপি৷ মহারাষ্ট্র ঠাকরে সরকারের পতনের পর দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন এনসিপি প্রধান৷ এনসিপি-র এক বিধায়ক পরে জানিয়েছেন, একনাথ শিন্ডে সরকার খুব বেশি দিন টিকবে বলেই বৈঠকে দাবি করেন পাওয়ার৷
advertisement
advertisement
এনসিপি প্রধান নাকি আরও দাবি করেন, কিছুদিনের মধ্যেই শিবসেনার বিদ্রোহী বিধায়করা উদ্ধব ঠাকরে শিবিরে ফিরতে শুরু করবেন৷ ফলে সংখ্যালঘু হয়ে পড়বে শিন্ডে সরকার৷ এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে নতুন করে নির্বাচনের পরিস্থিতি তৈরি হতে পারে বলেই মনে করছেন প্রবীণ রাজনীতিবিদ পাওয়ার৷ সেই কারণেই দলের বিধায়কদের জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন এনসিপি প্রধান৷
advertisement
ওই এনসিপি নেতা আরও বলেন, 'বৈঠকে শরদ পাওয়ার দাবি করেছেন, যে ভাবে সরকার গঠন করা হয়েছে তাতে অনেক বিদ্রোহী বিধায়কই খুশি নন৷ মন্ত্রীদের দফতর বণ্টনের পরই শিন্ডে শিবিরের এই অসন্তোষ সামনে চলে আসবে৷ তাই শিন্ডে সরকারের পতনের সম্ভাবনা প্রবল৷'
আজই মহারাষ্ট্র বিধানসভার আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে৷ যদিও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে খুব একটা বেগ পেতে হবে না শিন্ডে- ফড়নবীশ সরকারকে৷ কিন্তু শিন্ডে সরকারের ভবিষ্যৎ নিয়েই নতুন জল্পনা তৈরি করে দিলেন দুঁদে রাজনীতিবিদ পাওয়ার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 04, 2022 9:48 AM IST