Sharad Pawar on Maharashtra new government: ছ' মাসও টিকবে না শিন্ডে সরকার, দাবি শরদ পাওয়ারের! বিধায়কদের দিলেন বড় নির্দেশ

Last Updated:

এনসিপি প্রধান নাকি আরও দাবি করেন, কিছুদিনের মধ্যেই শিবসেনার বিদ্রোহী বিধায়করা উদ্ধব ঠাকরে শিবিরে ফিরতে শুরু করবেন৷

শিন্ডে সরকার নিয়ে বড় দাবি পাওয়ারের৷
শিন্ডে সরকার নিয়ে বড় দাবি পাওয়ারের৷
#মুম্বাই: উদ্ধব ঠাকরের সরকারকে ফেলে দিয়ে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ শিন্ডে৷ বিজেপি এবং শিবসেনার বিদ্রোহী বিধায়কদের সমর্থনেই মুখ্যমন্ত্রীর কুর্সি পেয়েছেন শিন্ডে৷ কিন্তু একনাথ শিন্ডের সরকার ছ' মাসের বেশি টিকবে না বলেই মনে করছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার৷ দলের বিধায়কদের তাঁর পরামর্শ, ছ' মাসের মধ্যেই মহারাষ্ট্রে ফের নির্বাচন হতে পারে৷ তাই নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বিধায়কদের জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন পাওয়ার৷
উদ্ধব ঠাকরে সরকারের অন্যতম শরিক ছিল শরদ পাওয়ারের এনসিপি৷ মহারাষ্ট্র ঠাকরে সরকারের পতনের পর দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন এনসিপি প্রধান৷ এনসিপি-র এক বিধায়ক পরে জানিয়েছেন, একনাথ শিন্ডে সরকার খুব বেশি দিন টিকবে বলেই বৈঠকে দাবি করেন পাওয়ার৷
advertisement
advertisement
এনসিপি প্রধান নাকি আরও দাবি করেন, কিছুদিনের মধ্যেই শিবসেনার বিদ্রোহী বিধায়করা উদ্ধব ঠাকরে শিবিরে ফিরতে শুরু করবেন৷ ফলে সংখ্যালঘু হয়ে পড়বে শিন্ডে সরকার৷ এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে নতুন করে নির্বাচনের পরিস্থিতি তৈরি হতে পারে বলেই মনে করছেন প্রবীণ রাজনীতিবিদ পাওয়ার৷ সেই কারণেই দলের বিধায়কদের জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন এনসিপি প্রধান৷
advertisement
ওই এনসিপি নেতা আরও বলেন, 'বৈঠকে শরদ পাওয়ার দাবি করেছেন, যে ভাবে সরকার গঠন করা হয়েছে তাতে অনেক বিদ্রোহী বিধায়কই খুশি নন৷ মন্ত্রীদের দফতর বণ্টনের পরই শিন্ডে শিবিরের এই অসন্তোষ সামনে চলে আসবে৷ তাই শিন্ডে সরকারের পতনের সম্ভাবনা প্রবল৷'
আজই মহারাষ্ট্র বিধানসভার আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে৷ যদিও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে খুব একটা বেগ পেতে হবে না শিন্ডে- ফড়নবীশ সরকারকে৷ কিন্তু শিন্ডে সরকারের ভবিষ্যৎ নিয়েই নতুন জল্পনা তৈরি করে দিলেন দুঁদে রাজনীতিবিদ পাওয়ার৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sharad Pawar on Maharashtra new government: ছ' মাসও টিকবে না শিন্ডে সরকার, দাবি শরদ পাওয়ারের! বিধায়কদের দিলেন বড় নির্দেশ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement