Bengal Bjp: ভাঙন 'আসছে', নাড্ডার কাছে শান্তনু ঠাকুর! বঙ্গ বিজেপি-তে ফের রদবদল?

Last Updated:

Bengal Bjp: শনিবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

ভাঙন আটকানো যাবে বিজেপিতে?
ভাঙন আটকানো যাবে বিজেপিতে?
#নয়াদিল্লি: একদিকে বিজেপি'র(BJP) অন্দরে ক্রমশ বাড়ছে ক্ষোভ। হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপ ছাড়ছেন বিধায়করা। মতুয়া(Motua) নেতাদের প্রতি অবিচার এর অভিযোগ উঠেছে দলের অন্দরে। অন্যদিকে, সিদ্ধান্ত বদলে কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন মতুয়া নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। ঘনিষ্ঠ মহলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (Jagat Prakash Nadda) তাঁকে জেলা কমিটি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। নাড্ডাকে শান্তনুর নালিশ, গত বিধানসভা নির্বাচনে বাংলায় ৭৭ টি আসন পাওয়ার পেছনে মতুয়া সম্প্রদায়ের বড় ভূমিকা রয়েছে। তা সত্বেও জেলা ও আঞ্চলিক কমিটি গঠনে মতুয়া নেতাদের অবহেলা করা হয়েছে। বহু ক্ষেত্রে নেতাদের সরিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তিনি পাঁচ বিধায়কের নাম উল্লেখ করেছেন এবং তাঁদের অসন্তোষের কথা না ডাকে জানিয়েছেন। এই ৫ বিধায়ক হলেন অসীম সরকার, অম্বিকা রায়, সুব্রত ঠাকুর, মুকুটমণি অধিকারী এবং অশোক কীর্তনিয়া।
advertisement
advertisement
পুরো বিষয়টি নিয়ে রাজ্য কমিটির কাছে রিপোর্ট তলব করে প্রয়োজনে কমিটিতে পুণরায় রদবদলের আশ্বাস দিয়েছেন নাড্ডা। উল্লেখ্য, সদ্য নতুন করে গঠিত হয়েছে বিজেপি-র রাজ্য কমিটি। আর সেই কমিটিতেই মতুয়াদের প্রতিনিধিত্ব না থাকার অভিযোগ তুলে বিজেপি বিধায়কদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ 'লেফট' করেছেন বিধায়ক অসীম সরকার, অম্বিকা রায়, সুব্রত ঠাকুর, মুকুটমণি অধিকারী এবং অশোক কীর্তনিয়া।
advertisement
আর বড়দিনে এই ঘটনা নিয়েই আলোড়ন পড়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। সুযোগ বুঝে কটাক্ষের বাণ ছুঁড়েছেন বিজেপি থেকে তৃণমূলে যাওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ট্যুইটারে বাবুল লিখেছেন, ''নিজগুনে পরের পর উইকেট পড়ছে বিজেপির | আজ আরও পাঁচটি গেলো মনে হচ্ছে | শিববাবু শুনলাম সব শুনে কৈলাশে গেছেন | আসল বাঙালি কাঁকড়াদের খুঁজিয়া পাইবার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান - মুরলীধর লেন।''
বাংলা খবর/ খবর/দেশ/
Bengal Bjp: ভাঙন 'আসছে', নাড্ডার কাছে শান্তনু ঠাকুর! বঙ্গ বিজেপি-তে ফের রদবদল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement