Price Rise: সানসিল্ক শ্যাম্পু থেকে লাক্স সাবান, একধাক্কায় ১৫% দাম বাড়াল সংস্থা

Last Updated:

স্কিন কেয়ার ও পরিষ্কার করার সাবানে মোটের উপর ৩-২০ শতাংশের মতো দাম বাড়ানো হয়েছে৷

এপ্রিল মাস থেকে দাম বাড়িয়েছে সংস্থা
এপ্রিল মাস থেকে দাম বাড়িয়েছে সংস্থা
#মুম্বই: সাবান থেকে শ্যাম্পু, একধাক্কায় তাদের বিভিন্ন পণ্যের ১৫ শতাংশ দাম বাড়িয়ে দিল হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেড(Hindustan Unilever Ltd)৷ সূত্রের খবর, সানসিল্ক শ্যাম্পুর(Sunsilk Shampoo) দাম বাড়ছে ৮-থেকে ১০ টাকা, ক্লিনিক প্লাস(Clinic plus) শ্যাম্পুর ১০০ মিলির বোতলের দাম বাড়ছে ১৫ শতাংশ৷
একটি পিয়ার্স (Pears) সাবন (১২৫ গ্রাম) -এর দাম বেড়েছে ২.৪ শতাংশ, একই সঙ্গে মাল্টিপ্যাকের দাম বেড়েছে প্রায় ৩.৭ শতাংশ৷ লাক্স (Lux Soap) সাবানের দাম প্রায় ৯ টাকা বাড়ানো হয়েছে৷ গ্লো অ্যান্ড লাভলির (glow and lovely) দাম বেড়েছে ৬-৮ শতাংশ৷ পন্ডস (Pond's Powder) পাউডারের দাম বাড়ানো হয়েছে ৫-৭ শতাংশ৷ স্কিন কেয়ার ও পরিষ্কার করার সাবানে(detergent) মোটের উপর ৩-২০ শতাংশের মতো দাম বাড়ানো হয়েছে৷
advertisement
advertisement
দাম বাড়ার ফলে ক্রেতাদের মধ্যে কিছুটা চাঞ্চল্য ছড়িয়েছে৷ বিক্রি কম হচ্ছে৷ জানিয়েছেন হিন্দুস্থান মোটর্সের সিইও সঞ্জিব মেহতা৷ দাম আবার কিছুটা কমলে এই সমস্যার সমাধান হবে৷ দাম কমানোর ব্যবস্থা করা হবে৷ কারণ সংস্থার শেষ অবলম্বন হিসেবে জিনিসের মূল্যবৃদ্ধি করা হয়, জানিয়েছেন সঞ্জিব মেহতা৷
advertisement
একদিকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ, অন্যদিকে ইন্দোনেশিয়া থেকে পাম তেলের আমদানি বন্ধের ফলে প্রসাধনী জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে৷ যদিও এই সমস্যার দ্রুত সমাধান হবে বলে মত বিশেষজ্ঞদের৷
বিশ্বব্যাপী পাম তেলের অন্যতম আমদানি হয় ভারতে৷ প্রতি বছর প্রায় সাড়ে ১৩ কোটি টন তেল আমদানি হয় দেশে, যার মধ্যে সাড়ে ৮ কোটি পাম তেল৷ যার মধ্যে ৪৫ শতাংশ আসে ইন্দোনেশিয়া থেকে৷ বাকি আসে মালেশিয়া থেকে৷
advertisement
ইন্দোনেশিয়ার রপ্তানি নিষেধাজ্ঞার ফলে ধীরে ধীরে পাম তেলের দাম বাড়বে মনে করছেন হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেডের সিইও৷ এছাড়া বিভিন্ন সাবান-শ্যাম্পু তৈরিতেও ব্যবহার করা হয় পাম তেল৷ ফলে সেই সব প্রসাধনীর দামও বাড়বে৷ দেশের বেড়ে চলা মুদ্রাস্ফীতি হ্রাস টানতে বুধবার রেপো রেটের পরিবর্তনের ঘোষণা করা হয়৷ এখন দেখার এর প্রভাব কতটা পড়ে সাধারণ জীবনে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Price Rise: সানসিল্ক শ্যাম্পু থেকে লাক্স সাবান, একধাক্কায় ১৫% দাম বাড়াল সংস্থা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement