Shakib Khan: শ্যুটিংয়ে বিপত্তি! দুঘর্টনার মুখে শাকিব, নিয়ে যাওয়া হল হাসপাতাবে, কী হল তাঁর
- Published by:Sanchari Kar
Last Updated:
Shakib Khan: 'আগুন' ছবির শ্যুট করছিলেন শাকিব। সোমবার সকাল থেকে ঢাকার আফতাবনগরে ছবির বাকি অংশের শ্যুট চলছিল। অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময়ই আহত হন শাকিব।
কলকাতা: শ্যুটে গিয়ে বিপত্তি। আহত বাংলাদেশের অভিনেতা শাকিব খান। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আপাতত তিনি হাসপাতালে।
'আগুন' ছবির শ্যুট করছিলেন শাকিব। সোমবার সকাল থেকে ঢাকার আফতাবনগরে ছবির বাকি অংশের শ্যুট চলছিল। অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময়ই আহত হন শাকিব। এর পরেও আহত অবস্থায় কিছু ক্ষণ শ্যুট করেন অভিনেতা। তার পর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাঁর এক্স-রে করানো হয়।
advertisement
advertisement
বড়সড় কোনও দুর্ঘটনা নয়। কাজ করতে গিয়ে শাকিবের পা মচকে যায়। ছবির ইউনিট সূত্রে খবর, মারপিটের দৃশ্যের পর অন্য একটি দৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা। মরচে ধরা জাম্প স্প্রিংয়ে লাফ দিতে গিয়ে শাকিব চোট পান।
advertisement
সংবাদমাধ্যমকে শাকিব জানান, তিনি আপাতত বাড়িতেই আছেন। চলছে ওষুধ। চিকিৎসক কয়েক দিন তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 7:30 PM IST