আপনি কুর্সিকি পেটি বাঁধ কে রাখিয়ে, মওসম খারাপ হোনে ওয়ালা হ্যায়, KIFF মঞ্চে বাদশা
- Published by:Sanchari Kar
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
কলকাতার মঞ্চে দাঁড়িয়ে বাংলায় ভাষন দেন শাহরুখ। চিরাচরিত বুদ্ধিদীপ্ততায় হাসি ফোটান অনুষ্ঠানে উপস্থিত সকলের মুখেই। 'পাঠান'-এর একটি সংলাপ বলে নিজের বক্তব্যে ইতি টানেন অভিনেতা।
#কলকাতা: বিগত এক বছরে নানা বিতর্ক ঘিরেছে তাঁকে। 'পাঠান'-এর সদ্য মুক্তি পাওয়া গান 'বেশরম রং' নিয়েও জলঘোলা কিছু কম নয়। এমনকী ছবিটিকে বয়কটের ডাকও উঠেছে ইতিমধ্যেই। তবু কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে খোশমেজাজেই ধরা দিলেন 'বাদশা'।
নিজের ছবিকে ঘিরে বিতর্ক নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি ঠিকই। তবে নেটমাধ্যমের নেতিবাচক দিকের কথা অনায়াসেই তুলে ধরলেন অভিনেতা। মঞ্চে দাঁড়িয়ে বললেন, "সোশ্যাল মিডিয়া প্রায়শই একটি নির্দিষ্ট সংকীর্ণ দৃষ্টিভঙ্গির দ্বারা চালিত হয়। আমি কোথাও পড়েছি, নেতিবাচকতাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ায়।"
advertisement
advertisement
কলকাতার মঞ্চে দাঁড়িয়ে বাংলায় ভাষন দেন শাহরুখ। চিরাচরিত বুদ্ধিদীপ্ততায় হাসি ফোটান অনুষ্ঠানে উপস্থিত সকলের মুখেই। 'পাঠান'-এর একটি সংলাপ বলে নিজের বক্তব্যে ইতি টানেন অভিনেতা। বলে ওঠেন, "আপনি কুর্সিকি পেটি বাঁধ কে রাখিয়ে, মওসম খারাপ হোনে ওয়ালা হ্যায়।" কিং খানের কথা শেষ হতেই ভেসে আসে দর্শকের উল্লাসধ্বনি। হাততালিতে ফেটে পড়ে চারদিক।
advertisement
আরও একবার কলকাতায় এসে সকলের মন জয় করলেন শাহরুখ। বুঝিয়ে দিলেন 'বাজিগর'-এর ম্যাজিক কখনও ফিকে হয় না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2022 9:25 PM IST