জম্মু সীমান্তে হামলা, ১ জঙ্গি সহ ৭ পাক রেঞ্জার নিহত

Last Updated:

ফের সীমান্তে ভারত-পাক সংঘর্ষে ৷ শুক্রবার জম্মু-কাশ্মীরের কাথুয়া সীমান্ত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান ৷

#শ্রীনগর: ফের সীমান্তে ভারত-পাক সংঘর্ষে ৷ শুক্রবার জম্মু-কাশ্মীরের কাথুয়া সীমান্ত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান ৷ কাথুয়া সীমান্তে কোনও প্ররোচনা ছাড়াই নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলি বর্ষণ শুরু করে পাক সেনারা ৷ পাল্টা জবাব দেয় বিএসএফ ৷ গুলি বিনিময়ে জখম হয়েছেন ১ বিএসএফ জওয়ান ৷ নিহত হয়েছে ১ জঙ্গি সহ ৭ পাক রেঞ্জার নিহত ৷
BSF-এর তরফে জানানো হয়েছে এদিন সকাল সাড়ে নটা নাগাদ জম্মু-কাশ্মীরের হীরানগর সেক্টরে ভারতীয় চৌকির উপরে গুলি বর্ষণ শুরু করে পাকিস্তান ৷ স্নাইপার আক্রমণ চালায় তারা।
তবে সার্জিক্যাল স্ট্রাইকের মতো এই কথা মানতে অস্বীকার করেছে পাকিস্তান ৷ তারা জানিয়েছে বিএসএফের সঙ্গে গুলি লড়াইয়ে তাদের কারোর কোনও প্রাণহানি হয়নি।
advertisement
এদিন সকালে ওই এলাকাতেই পাক রেঞ্জারদের স্নাইপার হামলায় গুরুতর আহত হয়ে পড়েন গুরনাম সিং নামে একজন কনস্টেবল ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে জম্মুর সরকারি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
advertisement
এর আগে  জম্মু-কাশ্মীরের কাথুয়া জেলার অন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা চালায় ৬ জঙ্গি ৷ কিন্তু BSF-র তৎপরতায় তার বানচাল হয়ে যায় ৷ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে বিএসএফের এক শীর্ষ আধিকারিক ৷
সূত্রের খবর, চার থেকে ছ’জন জঙ্গি রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ অনুপ্রবেশের চেষ্টা চালায় ৷ সেই সময় তারা একটি পেট্রোলিং ভ্যানের উপরেও হামলা চালায় ৷ জবাবে পাল্টা গুলি চালায় বিএসএফ ৷ প্রায় ২০ মিনিট ধরে দু’পক্ষের মধ্যে চলে গুলির লড়াই ৷ ঘটনায় এক জঙ্গি জখম হয় যায় ৷ বিএসএফের তরফে জানানো হয়েছে যে তারা দেখতে পায় বাকি জঙ্গিরা একজনের দেহ নিয়ে চলে যাচ্ছে ৷
advertisement
গত মাসের ২৮ তারিখ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালায় ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷  এরপর থেকেই সীমান্তের ওপার থেকে হামলার ঘটনা বেড়েই চলেছে।
পাক জঙ্গিদের সাম্প্রতিক গতিবিধিতে রুখতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায়।
বাংলা খবর/ খবর/দেশ/
জম্মু সীমান্তে হামলা, ১ জঙ্গি সহ ৭ পাক রেঞ্জার নিহত
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement