ফের উত্তরপ্রদেশে লাইনচ্যুত ট্রেন, খতিয়ে দেখা হচ্ছে নাশকতার তত্ত্ব
Last Updated:
মন্ত্রী বদলেও বিপত্তি থামছে না। উত্তরপ্রদেশে ফের লাইনচ্যুত ট্রেন। সোনভদ্রের কাছে লাইনচ্যুত হাওড়া-শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ৭টি বগি।
#সোনভদ্র: মন্ত্রী বদলেও বিপত্তি থামছে না। উত্তরপ্রদেশে ফের লাইনচ্যুত ট্রেন। সোনভদ্রের কাছে লাইনচ্যুত হাওড়া-শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ৭টি বগি। তবে দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
হাওড়া থেকে জব্বলপুর যাচ্ছিল শক্তিপুঞ্জ এক্সপ্রেস। সোনভদ্রের ওবরা থানার ফফরাকুন্দ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকাল ৬.১৫ নাগাদ লাইনচ্যুত হয়ে যায় ৭টি বগি ৷ গতি কম থাকায় এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা ৷ রাঁচি ও ধানবাদ থেকে যাচ্ছেন রেল আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখতে ৷ এই নিয়ে একমাসে ৩ বার ট্রেন লাইনচ্যুত হল উত্তরপ্রদেশে ৷
advertisement
লাইনে ত্রুটির জেরে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান রেলের। ঘটনার পিছনে নাশকতার তত্ত্বও খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত সাতটি কামরা থেকে যাত্রীদের উদ্ধার করে অন্য কামরায় সরানো হয়েছে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2017 9:37 AM IST