এবার কোভিশিল্ড উৎপাদনকারী সেরাম ইনস্টিটিউট-এর সিইও পুনাওয়ালাকে Y ক্যাটেগরি-র নিরাপত্তা দেবে কেন্দ্র
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এবার ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন করোনা টিকা কোভিশিল্ড উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) আদর পুনাওয়ালা
#মুম্বই: এবার ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন করোনা টিকা কোভিশিল্ড উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) আদর পুনাওয়ালা। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ'বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
১৬ এপ্রিল এসআইআই-এর ডিরেক্টার প্রকাশ কুমার সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে পুনাওয়ালার নিরাপত্তার আবেদন জানিয়ে একটি চিঠি লেখেন। এরপরই আদর পুনাওয়ালাকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় মোদি সরকার। দেশের সবগুলি রাজ্যেই তিনি এই নিরাপত্তা পাবেন। চিঠিতে প্রকাশ কুমার সিং জানান, কোভিশিল্ড-এর যোগান নিয়ে লাগাতার পুনাওয়ালার কাছে হুমকি আসছে। দেশের সবগুলি রাজ্যেই এই নিরাপত্তা পাবেন আদর পুনাওয়ালা।
advertisement
বুধবার বিকেলেই রাজ্যগুলির জন্য কোভিশিল্ডের দাম কমানোর কথা ঘোষণা করেন পুনাওয়ালা। ৪০০ টাকার বদলে এখন থেকে কোভিশিল্ড মিলবে প্রতি ডোজ ৩০০ টাকায়। পুনাওয়ালা সোশ্যাল মিডিয়ায় জানান, জনসেবার স্বার্থেই সেরামের তরফে তিনি টিকার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
প্রসঙ্গত, ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থায় সাধারণত সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে থাকেন সিআরপিএফ বা অন্য কেন্দ্রীয় আধাসেনার ১১ জন নিরাপত্তা কর্মী। তাঁদের মধ্যে এক বা দু’জন কমান্ডো।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 28, 2021 10:36 PM IST