করাচিতে পর পর তিনটি বিস্ফোরণ, আহত ৩

Last Updated:

শক্তিশালী গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল করাচি ৷ শুক্রবার সকালে করাচির উত্তর নাজিমাবাদ, গুলশন-ই-ইকবাল এবং লিয়াকতাবাদ শহরে এক ঘন্টার ব্যবধানে পর পর তিনটি গ্রেনেড বিস্ফোরণে দুই শিশু-সহ আহত এক পুলিশকর্মী ৷ বিস্ফোরণে ধ্বংস হয়ে গিয়েছে বহু গাড়ি এবং বাইক ৷ আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা করাচি শহর জুড়ে ৷

#করাচি: শক্তিশালী গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল করাচি ৷ শুক্রবার সকালে করাচির উত্তর নাজিমাবাদ, গুলশন-ই-ইকবাল এবং লিয়াকতাবাদ শহরে এক ঘন্টার ব্যবধানে পর পর তিনটি গ্রেনেড বিস্ফোরণে দুই শিশু-সহ আহত এক পুলিশকর্মী ৷ বিস্ফোরণে ধ্বংস হয়ে গিয়েছে বহু গাড়ি এবং বাইক ৷ আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা করাচি শহর জুড়ে ৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, জনা পাঁচেক ব্যক্তি বাইকে করে এসে গুলশন-ই-ইকবাল শহরের মোবিনা পুলিশ স্টেশনে একটি হাত গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যায় ৷ এই ঘটনার দু’ঘন্টা কাটতে না কাটতেই লিয়াকতাবাদ শহরের করিমাবাদ এলাকার একটি ব্রিজে এবং উত্তর নাজিমাবাদ শহরের একটি স্কুলের সামনে পর পর দুটি গ্রেনেড বিস্ফোরণ ঘটে ৷ মোট ৩ জন আহত হলেও প্রাণহানির কোনও খবর নেই ৷ তবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়েছে মোবিনা পুলিশ স্টেশন এবং বিস্ফোরণস্থলগুলিতে থাকা প্রচুর গাড়ি ৷ পুলিশের সন্দেহ, গত কয়েক মাসে করাচিতে যে কটি আক্রমণ ঘটেছে, তার পিছনে যে জঙ্গি সংগঠন ছিল এটিও তাদেরই কাজ ৷ নিরাপত্তা জোরদার করা হয়েছে করাচি শহরে ৷ দুস্কৃতিদের চিহ্নিত করার জন্য শহর জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
করাচিতে পর পর তিনটি বিস্ফোরণ, আহত ৩
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement