'সেক্স পার্টনার খুঁজছে দুবাইয়ের শেখ!' স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে আর যা যা পাওয়া গেল জানলে মাথা ঘুরে যাবে আপনার!

Last Updated:

দুবাইয়ের শেখ সেক্স পার্টনার খুঁজছে! হোয়াটসঅ্যাপে মেসেজে এমনই বিস্ফোরক তথ্য পাওয়া গেল স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দের।

স্ব-ঘোষিত ধর্মগুরু চৈতন্যানন্দ
স্ব-ঘোষিত ধর্মগুরু চৈতন্যানন্দ
দিল্লি: দুবাইয়ের শেখ সেক্স পার্টনার খুঁজছে! হোয়াটসঅ্যাপে মেসেজে এমনই বিস্ফোরক তথ্য পাওয়া গেল স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দের।
দিল্লির শ্রী শারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্ট রিসার্চে অন্তত ১৭ জন শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ইতিমধ্যেই স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ সরস্বতীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। আর তারপর থেকেই তাঁর একের পর এক কুকীর্তির কথা প্রকাশ্যে আসছে। পুলিশের হাতে আসছে তাঁর একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট, যা থেকে উঠে এসেছে তরুণী ছাত্রীদের শোষণ ও অশ্লীল প্রস্তাবের চিত্র।
advertisement
সম্প্রতি উদ্ধার হওয়া ‘দিল্লির বাবা’র হোয়াটসঅ্যাপ চ্যাটগুলির মধ্যে বিস্ফোরক একটি কথোপকথনে দেখা গেছে, স্বামী চৈতন্যানন্দ সরস্বতী এক তরুণীকে ‘দুবাই শেখ’-এর জন্য একজন সেক্স পার্টনার জোগাড় করে দেওয়ার চেষ্টা করছেন।
advertisement
তিনি এক মেয়েকে লিখছেন, ‘একজন দুবাই শেখ সেক্স পার্টনার খুঁজছেন, তোমার কি কোনও ভালো বন্ধু আছে?’ জবাবে শিক্ষার্থী বলেন,’কেউ নেই।’ চৈতন্যানন্দ তখন ফের জিজ্ঞাসা করেন, ‘এটা কী করে সম্ভব?’ তখন শিক্ষার্থী জানান, ‘আমি জানি না।’ এরপর দিল্লি বাবা বলেন, ‘তোমার কোন ক্লাসমেট? জুনিয়র?’ এখানেই শেষ নয়, অন্য চ্যাটগুলিতে ওই স্বঘোষিত ধর্মগুরুকে একাধিক ছাত্রীকে বারবার ‘সুইটি বেবি ডটার ডল’ বা ‘বেবিইইই’-এর মতো শব্দে সম্বোধন করতে দেখা গেছে। তিনি গভীর রাতে অযথা বারবার মেসেজ পাঠাতেন। যেমন-‘বেবি তুমি কোথায়?’ এবং ‘গুড মর্নিং বেবি’ । এমনকী, একটি চ্যাটে তিনি এক ছাত্রীকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘তুমি কি আমার সঙ্গে ঘুমাবে না?’ কিছু কথোপকথনে আবার নাচ-গানের প্রসঙ্গ তোলেন। তিনি লেখেন, ‘চলো ডিস্কো ডান্স করি।’ শিক্ষার্থী ভদ্রতা দেখিয়ে উত্তর দেন, ‘ওয়াও স্যার ওএসএম।’
advertisement
দিল্লির বেসরকারি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ১৭ জন ছাত্রী স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। গত আগস্টে এফআইআর দায়ের হওয়ার পর থেকেই চৈতন্যানন্দ পলাতক ছিলেন। দীর্ঘ প্রায় দুই মাস বৃন্দাবন, মথুরা ও আগ্রার ছোট হোটেলে গা ঢাকা দিয়ে থাকার পর গত ২৯ সেপ্টেম্বর ভোর সাড়ে ৩টে নাগাদ আগ্রার তাজগঞ্জ এলাকার একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর তিনি আগ্রার হোটেলে ‘পার্থ সারথি’ নামে চেক-ইন করেন এবং রুম নম্বর ১০১-এ থাকছিলেন। হোটেল কর্মীদের দাবি, তিনি পুরো সময় ঘরের ভিতরেই ছিলেন। বর্তমানে দিল্লির বাবা পাঁচ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন। পুলিশ তাঁর প্রতিষ্ঠানের তিনজন মহিলার সহযোগীর মুখোমুখি তাঁকে জেরা করবে। এই সহযোগীরা ছাত্রীদের হুমকি দেওয়া এবং আপত্তিকর মেসেজ ডিলিট করতে সাহায্য করতেন বলে অভিযোগ রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'সেক্স পার্টনার খুঁজছে দুবাইয়ের শেখ!' স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে আর যা যা পাওয়া গেল জানলে মাথা ঘুরে যাবে আপনার!
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement