Seema Haider: সীমা হায়দার কাণ্ডে নয়া মোড়; পাকিস্তান থেকে ৩ কোটি টাকার নোটিস পাঠালেন সীমার প্রাক্তন স্বামী
- Published by:Uddalak B
- trending desk
Last Updated:
Seema Haider: গুলাম হায়দারের আইনজীবী আলি মোমিন জানিয়েছেন যে, মীনা দম্পতিকে ক্ষমা চাইতে হবে এবং এক মাসের মধ্যে জরিমানার অর্থ জমা করতে হবে।
নয়াদিল্লি: গত বছর থেকে পাক-বধূ সীমা হায়দারকে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এবার সেই কাণ্ডে এক নয়া মোড়। সীমা হায়দারকে ৩ কোটি টাকার নোটিস পাঠালেন তাঁর প্রাক্তন স্বামী গুলাম হায়দার। এখানেই শেষ নয়, সীমার বর্তমান স্বামী সচিন মীনাকেও ওই একই পরিমাণ টাকার নোটিস পাঠিয়েছেন গুলাম। শোনা যাচ্ছে যে, নিজের সন্তানদের ফিরে পাওয়ার জন্য ভারতীয় আইনজীবী নিযুক্ত করেছেন সীমার প্রাক্তন স্বামী। অন্য দিকে, ডা. এপি সিংকে আবার সীমার ভাই হিসেবে দাবি করা হয়। তাঁকেও ৫ কোটি টাকার নোটিস পাঠিয়েছেন গুলাম।
গুলাম হায়দারের আইনজীবী আলি মোমিন জানিয়েছেন যে, মীনা দম্পতিকে ক্ষমা চাইতে হবে এবং এক মাসের মধ্যে জরিমানার অর্থ জমা করতে হবে। না হলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।
আরও পড়ুন – ‘সিপিআইএম যাঁরা ছিলেন, তাঁরাই এখন বিজেপিতে’, মেদিনীপুরের সভা থেকে আক্রমণ মমতার
এর আগে সংবাদসংস্থা নিশ্চিত রূপে জানিয়েছিল যে, সেরা পাকিস্তানি আইনজীবী এবং মানবাধিকার কর্মী আনসার বার্নি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন গুলাম হায়দারের দিকে। পরে বার্নি জানান, যথাযথ প্রক্রিয়া শেষে মোমিনকে নিয়োগ করা হয়েছে আর ভারতে আইনি কার্যক্রম শুরু করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নিকে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
নিজের বিতর্কিত প্রেমের জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন পাক-নাগরিক সীমা হায়দার। একটি অনলাইন গেম খেলার সূত্রে ভারতীয় যুবকের সঙ্গে আলাপ। আর সেই প্রেমের টানেই কাঁটাতার পেরিয়ে পাড়ি দিয়েছিলেন পড়শি দেশ ভারতে। তবে সীমার বিরুদ্ধে উঠেছিল গুপ্তচরবৃত্তির অভিযোগ। সেই কারণে নিরাপত্তা সংস্থাগুলির নজরদারির আওতায় পড়তে হয়েছিল তাঁকে।
৩০ বছর বয়সী সীমা আদতে পাকিস্তানের সিন্ধ প্রদেশের বাসিন্দা। গত বছরের মে মাসে গ্রেটার নয়ডার বাসিন্দা সঙ্গী সচিন মীনার সঙ্গে দেখা করার জন্য বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। তাঁর প্রাক্তন স্বামীর নাম গুলাম হায়দার। চার সন্তানের মা-বাবা তাঁরা। গুলাম বর্তমানে সৌদি আরবে থাকেন। গত বছরের ১৩ মে সীমান্ত পেরিয়ে নিজের চার সন্তানকে নিয়ে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছিলেন সীমা। আর বেআইনি ভাবে ভিসা ছাড়াই নেপাল দিয়ে ভারতে ঢোকার জন্য সীমাকে গত বছরের ৪ জুলাই গ্রেফতার করা হয়েছিল। এদিকে অবৈধ শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য জেলে পাঠানো হয়েছিল সচিনকেও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2024 3:23 PM IST