Mamata Banerjee: ‘সিপিআইএম যাঁরা ছিলেন, তাঁরাই এখন বিজেপিতে’, মেদিনীপুরের সভা থেকে আক্রমণ মমতার

Last Updated:

Mamata Banerjee: এ ছাড়াও কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গে কেন্দ্রের শাসক দল বিজেপিকে আক্রমণ করেন তিনি৷

মেদিনীপুর: মেদিনীপুরের সভা থেকে সিপিএম ও বিজেপি-কে এক যোগে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগেও বলেছেন সে কথা, এ বারও সে কথা ফের মনে করিয়ে দিলেন৷ মমতা বললেন,‘সিপিআইএম যাঁরা ছিলেন, তাঁরাই এখন বিজেপিতে৷’ এ ছাড়াও কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গে কেন্দ্রের শাসক দল বিজেপিকে আক্রমণ করেন তিনি৷
মমতা এদিনের অনুষ্ঠান থেকে বলেন, ‘আজকের অনুষ্ঠান থেকে নতুন করে প্রায় দু’হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করা হল৷ দিল্লির নেতারা আর গদ্দাররা বলে বেড়াচ্ছে মিথ্যা কথা৷ আবাস যোজনা নিয়ে অপপ্রচার হচ্ছে৷ বেশিরভাগ টাকা আমাদের দিতে হচ্ছে৷ মে মাস পর্যন্ত অপেক্ষা করব, না হলে ১১ লক্ষ বাড়ির কাজ আমরা শুরু করব৷ দিল্লির কাছে ভিক্ষে চাইব না৷ গত পরশুদিন প্যারাটিচার নিয়োগের কথা বলেছি৷ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব আমাকে বারবার বলে৷ আমরা ইতিমধ্যেই আড়াইশো কোটি টাকায় বেশি কিছু কাজ করেছি৷’
advertisement
advertisement
তিনি বলেন, ‘গড়বেতা স্ট্রিল ফ্যাক্টরির কাজ হচ্ছে৷ আমরা যোগাযোগ ব্যবস্থা অনেকটা উন্নত করেছি৷ মেদিনীপুর স্টেডিয়াম, খড়গপুর স্টেডিয়াম ও শালবনীতে স্টেডিয়াম হয়েছে৷ আমি মেদিনীপুরে গতকাল বিধায়কদের সঙ্গে দেখা করেছি৷ তারা বলেছিল, কেশপুর এবং কেশিয়াড়ি ব্লকের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করব৷ তিরিশ শয্যা থেকে ষাট শয্যার হাসপাতাল করব৷ অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্রটিকে হাসপাতাল করা হবে৷’
advertisement
এর পরেই সিপিআইএম এবং বিজেপি নিয়ে বলেন মমতা৷ বলেন, ‘গড়বেতায় এক বয়স্ক মহিলা বলেছিলেন, আমার দুই ছেলেকে খুন করেছে সিপিআইএম৷ এখন তাঁরাই বিজেপিতে৷ আমার এক হাতে তৃণমূলের পতাকা দাও আর এক হাতে বন্দুক দাও৷ অতীতের দিনগুলো আমি ভুলিনি৷ সিপিআইএম-এ যাঁরা ছিলেন, তাঁরাই এখন বিজেপিতে৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘সিপিআইএম যাঁরা ছিলেন, তাঁরাই এখন বিজেপিতে’, মেদিনীপুরের সভা থেকে আক্রমণ মমতার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement