Mamata Banerjee: ‘সিপিআইএম যাঁরা ছিলেন, তাঁরাই এখন বিজেপিতে’, মেদিনীপুরের সভা থেকে আক্রমণ মমতার
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
Mamata Banerjee: এ ছাড়াও কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গে কেন্দ্রের শাসক দল বিজেপিকে আক্রমণ করেন তিনি৷
মেদিনীপুর: মেদিনীপুরের সভা থেকে সিপিএম ও বিজেপি-কে এক যোগে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগেও বলেছেন সে কথা, এ বারও সে কথা ফের মনে করিয়ে দিলেন৷ মমতা বললেন,‘সিপিআইএম যাঁরা ছিলেন, তাঁরাই এখন বিজেপিতে৷’ এ ছাড়াও কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গে কেন্দ্রের শাসক দল বিজেপিকে আক্রমণ করেন তিনি৷
মমতা এদিনের অনুষ্ঠান থেকে বলেন, ‘আজকের অনুষ্ঠান থেকে নতুন করে প্রায় দু’হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করা হল৷ দিল্লির নেতারা আর গদ্দাররা বলে বেড়াচ্ছে মিথ্যা কথা৷ আবাস যোজনা নিয়ে অপপ্রচার হচ্ছে৷ বেশিরভাগ টাকা আমাদের দিতে হচ্ছে৷ মে মাস পর্যন্ত অপেক্ষা করব, না হলে ১১ লক্ষ বাড়ির কাজ আমরা শুরু করব৷ দিল্লির কাছে ভিক্ষে চাইব না৷ গত পরশুদিন প্যারাটিচার নিয়োগের কথা বলেছি৷ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব আমাকে বারবার বলে৷ আমরা ইতিমধ্যেই আড়াইশো কোটি টাকায় বেশি কিছু কাজ করেছি৷’
advertisement
advertisement
তিনি বলেন, ‘গড়বেতা স্ট্রিল ফ্যাক্টরির কাজ হচ্ছে৷ আমরা যোগাযোগ ব্যবস্থা অনেকটা উন্নত করেছি৷ মেদিনীপুর স্টেডিয়াম, খড়গপুর স্টেডিয়াম ও শালবনীতে স্টেডিয়াম হয়েছে৷ আমি মেদিনীপুরে গতকাল বিধায়কদের সঙ্গে দেখা করেছি৷ তারা বলেছিল, কেশপুর এবং কেশিয়াড়ি ব্লকের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করব৷ তিরিশ শয্যা থেকে ষাট শয্যার হাসপাতাল করব৷ অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্রটিকে হাসপাতাল করা হবে৷’
advertisement
এর পরেই সিপিআইএম এবং বিজেপি নিয়ে বলেন মমতা৷ বলেন, ‘গড়বেতায় এক বয়স্ক মহিলা বলেছিলেন, আমার দুই ছেলেকে খুন করেছে সিপিআইএম৷ এখন তাঁরাই বিজেপিতে৷ আমার এক হাতে তৃণমূলের পতাকা দাও আর এক হাতে বন্দুক দাও৷ অতীতের দিনগুলো আমি ভুলিনি৷ সিপিআইএম-এ যাঁরা ছিলেন, তাঁরাই এখন বিজেপিতে৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2024 3:07 PM IST