Seema Haider Pregnancy: পাকিস্তান থেকে অবৈধভাবে ভারতে আসা সীমা পঞ্চম সন্তানের মা হতে চলেছেন? শিশুর বাবা কে? চর্চা তুঙ্গে

Last Updated:

Seema Haider Pregnancy: সীমা নাকি প‍ঞ্চম বারের জন্য অন্তঃসত্ত্বা

সীমা নাকি প‍ঞ্চম বারের জন্য অন্তঃসত্ত্বা
সীমা নাকি প‍ঞ্চম বারের জন্য অন্তঃসত্ত্বা
পাকিস্তান থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা সীমা হায়দরকে ঘিরে চর্চা যেন থামছেই না। প্রথমে অনলাইনে পাবজি খেলতে গিয়ে নয়ডার যুবক সচিন মীনার সঙ্গে পরিচয় ও প্রেম। তার পর চার সন্তানকে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সচিনের সঙ্গে ‘সংসার’ করতেও শুরু করেন। এ খবর প্রকাশিত হওয়ার পর থেকেই গোয়েন্দাদের নজরে রয়েছেন সীমা। এটিএস নজরদারিতে রেখেছে তাঁকে। তিনি আইএসআই-এর গুপ্তচর কিনা, কোনও জঙ্গি দলের সদস্য কিনা-সে সব আশঙ্কা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
ইতিমধ্যে আরও এক গুঞ্জন গুঞ্জরিত সীমাকে ঘিরে। শোনা যাচ্ছে, সীমা নাকি প‍ঞ্চম বারের জন্য অন্তঃসত্ত্বা। এদিকে তাঁদের দিন কাটছে চরম অনটনের মধ্যে। শোনা যাচ্ছে এরকম কথাও। সচিন এবং সীমার দাবি অনুযায়ী, তাঁদের প্রথম পরিচয় অনলাইনে পাবজি খেলতে গিয়ে। কয়েক মাস আগে তাঁদের প্রথম সাক্ষা‍ত নেপালে। সেখানেই তাঁরা বিয়ে করবেন বলে ঠিক করেন। তদন্তে পুলিশ জানতে পেরেছে নেপাল হয়ে অবৈধ পথে উত্তর ভারতে প্রবেশ করেন সীমা। নেপালে অন্য পরিচয়ে কিছু দিন তাঁরা এক হোটেলে ছিলেন বলেও তদন্তে প্রকাশ।
advertisement
advertisement
এখন গুঞ্জন, সীমা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সচিনের গ্রাম রবুপুরায় চর্চা, তাঁর গর্ভস্থ শিশু সচিনের। প্রসঙ্গত ইতিমধ্যেই তিন মেয়ে ও এক ছেলের মা সীমা। তাদের হাত ধরেই তিনি পাকিস্তান থেকে ভারতে এসেছেন। এই চার সন্তানের বাবা সীমার প্রথম পক্ষের স্বামী গুলাম হায়দরের।
গুলামের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছে বলে দাবি সীমার। যদিও ভিডিও বার্তায় গুলাম আর্জি জানিয়েছেন তাঁর স্ত্রী ও সন্তানদের পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়ার।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Seema Haider Pregnancy: পাকিস্তান থেকে অবৈধভাবে ভারতে আসা সীমা পঞ্চম সন্তানের মা হতে চলেছেন? শিশুর বাবা কে? চর্চা তুঙ্গে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement