Seema Haider: সীমা হায়দর কাণ্ডে নয়া মোড়! সন্তানদের ছাড়াই বেনামে প্রেমিক সচিনের সঙ্গে নেপালের হোটেলে ছিলেন এই পাকিস্তানি বধূ

Last Updated:

Seema Haider: বিকেলে হয়তো মাঝে মাঝে হোটেল থেকে বেরতেন। তবে ফিরতেন তাড়াতাড়ি।

নয়ডা : বিতর্কিত সীমা হায়দর কাণ্ডে নতুন মোড়। তাঁর সম্বন্ধে বিস্ফোরক দাবি করেছেন নেপালের কাঠমাণ্ডর এক হোটেল মালিক। ভারতীয় প্রেমিক সচিন মীনার সঙ্গে সীমা তাঁর হোটেলে ছিলেন বলে দাবি ওই যুবকের। তবে নিজের নামে নয়। সচিন সেখানে তাঁর পরিচয় দিয়েছিলেন শিবাংশ বলে। প্রসঙ্গত সীমা জানান মে মাসে পাকিস্তান থেকে নেপাল হয়ে বেআইনি ভাবে ভারতে ঢোকেন তিনি। জেরায় তাঁর দাবি, সঙ্গে ছিল চারজন সন্তানও। এর পর নয়ডায় এক ভাড়া বাড়িতে দম্পতির পরিচয়ে থাকছিলেন সচিন ও সীমা। সঙ্গে সীমার চার সন্তানকে নিয়েই।
সীমার দেওয়া এই তথ্যেই এ বার ধরা পড়ল অসঙ্গতি। গণেশ নামে নেপালের ওই হোটেলমালিকের দাবি মার্চ মাসে ৭-৮ দিন তাঁর হোটেলে ছিলেন সচিন ও সীমা। তবে তাঁরা ঘর থেকে বেশি বার হতেন না। বিকেলে হয়তো মাঝে মাঝে হোটেল থেকে বেরতেন। তবে ফিরতেন তাড়াতাড়ি। কারণ রাত ৯.৩০-১০ টার মধ্যে বন্ধ হয়ে যায় ওই হোটেল।
advertisement
তবে হোটেলে একসঙ্গে যাননি সচিন ও সীমা। আগে থেকে বুকিং করে রাখা হোটেলে যেদিন সচিন যান, তার একদিন পর পৌঁছন সীমা। তাঁর পরিচয় সচিন দিয়েছিলেন নিজের স্ত্রী বলে। হোটেল ছেড়ে যাওয়ার সময়েও তাঁরা আলাদা আলাদাই বার হন। দাবি গণেশের। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, হোটেল ম্যানেজার জানিয়েছেন সীমার সঙ্গে তাঁর সন্তানরা ছিল না।
advertisement
advertisement
advertisement
উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ১২ ঘণ্টা জেরা করে সীমাকে। জিজ্ঞাসাবাদ করা হয় সচিন এবং তাঁর বাবা নেত্রপাল সিং-কেও। গ্রেটার নয়ডায় সচিনের ভাড়াবাড়িতেই স্ত্রীর পরিচয়ে সন্তানদের নিয়ে থাকতেন সীমা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তাঁর আচরণে সন্দেহজনক কোনও কিছু কোনওদিন ধরা পড়েনি।
সীমা জানিয়েছেন তিনি মরে যাবেন, কিন্তু পাকিস্তানে ফিরবেন না। তিনি ধর্মান্তরিত হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন বলেও দাবি সীমার। গোয়েন্দাদের জেরাতেও তিনি বার বার বলেছেন পাবজি খেলার সূত্রেই সচিনের সঙ্গে তাঁর আলাপ এবং প্রেম। প্রেমিকের টানেই তিনি ভারতে আসেন এবং বিয়ে করেন।
advertisement
তাঁর এই দাবি খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা করা হচ্ছে তাঁর মোবাইলের তথ্য। তিনি আইএসআই-এর চর কিনা, বা কোনও জঙ্গি সংস্থার ফিদায়েঁ কিনা-সেই আশঙ্কারও সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Seema Haider: সীমা হায়দর কাণ্ডে নয়া মোড়! সন্তানদের ছাড়াই বেনামে প্রেমিক সচিনের সঙ্গে নেপালের হোটেলে ছিলেন এই পাকিস্তানি বধূ
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement