সব মিশে যাবে ধুলোয়! যোশীমঠে প্রকৃতির তাণ্ডবলীলার ভয়াল সতর্কতা বিজ্ঞানীর

Last Updated:

তবে আজকে নয়, দীর্ঘদিন আগে কেন্দ্রীয় সরকারের তৈরি মিশ্র কমিটিও একই কথা বলেছিল৷

#যোশীমঠ: একটা গোটা শহর, তলিয়ে যেতে পারে পাহাড়ের অন্দরে৷ এমনই আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানীরা৷ হ্যাঁ, উত্তরাখণ্ডের সুন্দরী যোশীমঠের প্রসঙ্গে মারাত্মক সতর্কতা দিচ্ছেন বিজ্ঞানীরা৷ দেহরাদুনের হিমালয়ান জিওলজি প্রতিষ্ঠানের গবেষক কালাচাঁদ সাঁই বলেছেন, আধুনিক সভ্যতার চাপ আর নিতে পারছে না পাহাড়৷ এই শহর টেকা মুশকিল৷
সম্প্রতি যোশীমঠে শুরু হয়েছে প্রকৃতির তাণ্ডবলীলা৷ সেখানে একের পর এক বাড়ি ও নির্মাণে ফাটল ধরেছে বড় বড়৷ কোথাও কোথাও সেই ফাটল থেকে বেরিয়ে এসেছে জল৷ ইতিমধ্যে সমস্ত নতুন নির্মাণ বন্ধ করার নির্দেশ দিয়েছে যোশীমঠের পুর কর্তৃপক্ষ৷ বিজ্ঞানী সাঁই জানিয়েছেন, ‘‘এই অঞ্চল আসলে একটি পূর্বতন ধসের ধ্বংসস্তুপের উপর তৈরি৷ সেই কারণে এটির ভূমির কাঠিণ্য তেমন নয়৷ এ ছাড়া ভৌগলিক অঞ্চল ভেদে এটি সিজমিক জোন ৫-এর পড়ে৷ এখানে ভূমিকম্পের বিপুল সম্ভাবনা থাকে৷ সব মিলিয়ে এখন এই শহরের টেকা মুশকিল৷’’
advertisement
advertisement
তবে আজকে নয়, দীর্ঘদিন আগে কেন্দ্রীয় সরকারের তৈরি মিশ্র কমিটিও একই কথা বলেছিল৷ বলেছিল উত্তরাখণ্ডে হিমালয়ের এই অংশে নির্মাণকার্য কম করে করতে৷ কিন্তু অতিবুদ্ধিমান ও সভ্যতার দৌড়ে দিগভ্রান্ত মানুষ সে কথা শোনেনি৷ তারই ফল ভুগতে হচ্ছে এখন৷ বিজ্ঞানী সাঁই এর সংস্থা এর আগেও একাধিকবার দাবি করেছেন, এই অংশ ভঙ্গুর৷ ভৌগলিক পরিভাষায় ইন্ডিয়ান প্লেট ক্রমাগত চলে যাচ্ছে ইউরেশিয়ান প্লেটের তলায়, এই প্লেটের মুভমেন্টের কারণে এই অংশ হচ্ছে ভূমিকম্পপ্রবণ৷
advertisement
উত্তরাখণ্ডের চামোলি জেলায় ছ’হাজার ফুট উচ্চতায় এই শহর৷ বিজ্ঞানী সাঁই বলছেন, ‘‘ভূগর্ভীয় নানারকম কার্যকলাপের কারণে এই অংশ এমনিতেই নড়বড়ে৷ উচ্চ-মাত্রার চাপ এই অংশগুলিতে বছরের পর বছর জমা হয়েছে৷ সেগুলি কখনও ভূমিকম্প বা ধসের মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে পড়ে৷ আর সেই কারণেই এই এলাকা ধসপ্রবণ৷’’
কী করে এর থেকে মু্ক্তি? তিনি বলছেন, ‘‘যোশীমঠের গোটা শহর পরিকল্পনা পাল্টে ফেলতে হবে৷ যে কাঁচামাল দিয়ে এখানে বাড়ি তৈরি হয়, সেই কাঁচামাল বদলাতে হবে৷ যে ভাবে প্রাকৃতিক জলভাণ্ডার থেকে জল সংগ্রহ করা হয়, তার পদ্ধতি বদলাতে হবে, বদলাতে হবে নিকাষি ব্যবস্থাও৷’’
বাংলা খবর/ খবর/দেশ/
সব মিশে যাবে ধুলোয়! যোশীমঠে প্রকৃতির তাণ্ডবলীলার ভয়াল সতর্কতা বিজ্ঞানীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement