School Van Train Accident: মঙ্গলের সকালে মর্মান্তিক দুর্ঘটনা! স্কুল বাসে ভয়ঙ্কর ধাক্কা ট্রেনের, ৩ ছাত্রের মৃত্যু, আহত একাধিক...দেখুন ভিডিও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
School Van Train Accident: মঙ্গলের সকালে তামিলনাড়ুর সেম্মানকুপ্পামে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন ছাত্র নিহত ও একাধিক আহত হয়েছে। গেটকিপার ঘুমিয়ে পড়েছিলেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। বিস্তারিত জানুন...
কুড্ডালোর: তামিলনাড়ুর কুড্ডালোর জেলার সেম্মানকুপ্পামে মঙ্গলবার (৮ জুলাই, ২০২৫) সকালে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার জেরে অন্তত তিনজন স্কুল ছাত্র নিহত এবং একাধিক ছাত্র গুরুতর আহত হয়েছে।
একটি বেসরকারি CBSE স্কুলের ভ্যান রেললাইন পার হওয়ার সময় ভিল্লুপুরম-ময়িলাদুথুরাই এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দূর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থল SIPCOT শিল্প এলাকার কাছে অবস্থিত রেলওয়ে লেভেল ক্রসিং গেট নম্বর ১৭০, যা একটি নন-ইন্টারলকড গেট ছিল।
advertisement
ঠিক কী হয়েছিল ঘটনাটি? দুর্ঘটনার সময় স্কুল ভ্যানে চালকসহ পাঁচজন ছাত্র ছিল। ট্রেনটি ভ্যানটিকে প্রায় ৫০ মিটার টেনে নিয়ে যায়, ঘটনাস্থলেই দুই ছাত্রের মৃত্যু হয় এবং পরে আরও এক ছাত্রের মৃত্যু হয়। আহতদের মধ্যে রয়েছেন ভ্যানচালক শঙ্কর (৪৭), স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকার্যে অংশ নেওয়া অন্নাদুরাই (৫৫), এবং ছাত্র চেঝিয়ান (১৫) ও বিষ্বেশ্বর (১৬)। আহতদের দ্রুত কুড্ডালোর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
প্রাথমিক তদন্তে জানা গেছে, গেটম্যান গেট বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু চালক জোর করে পার হওয়ার চেষ্টা করেন। যদিও প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন গেটকিপার ঘুমিয়ে পড়েছিলেন এবং গেট বন্ধ করেননি। ক্ষুব্ধ জনতা গেটকিপারকে ঘিরে ধরে মারধরও করে। রেল বিভাগ গেটকিপারকে অবহেলার দায়ে সাময়িক বরখাস্ত করেছে।
advertisement
দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ মেডিকেল রিলিফ ভ্যানসহ একটি রিলিফ ট্রেন পাঠিয়েছে এবং DRM-সহ ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। রেল সেফটি, অপারেশন ও ইঞ্জিনিয়ারিং শাখার একটি কমিটি তদন্ত করছে।
#WATCH | Tamil Nadu | School bus crossing railway tracks hit by train in Sembankuppam, Cuddalore District
Details awaited. pic.twitter.com/uk6vYz6hhf
— ANI (@ANI) July 8, 2025
advertisement
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। এছাড়া, হালকা আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার কথা জানানো হয়েছে।
বিরোধী নেতা এডাপ্পাদি কে. পলানিস্বামী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণ ও দ্রুত চিকিৎসার দাবি জানান।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2025 11:42 AM IST