সমাজকর্মী তিস্তা শেতলবাদ-এর অন্তবর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
২০০২-এ গুজরাত দাঙ্গা নিয়ে মামলা দায়ের করার জন্য ভুয়ো নথি ব্যবহারের অভিযোগে গত ২৫ জুন থেকে জেলে আছেন তিস্তা
#নয়াদিল্লি: শুক্রবার সমাজকর্মী তিস্তা শেতলবাদ-এর অন্তবর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি আদালত উল্লেখ করেছে, 'শুধুমাত্র অন্তর্বর্তীকালীন জামিনের দৃষ্টিকোণ থেকে' বিষয়টি বিবেচনা করা হয়েছে এবং 'গুজরাত হাইকোর্ট স্বাধীনভাবে তিস্তার জামিনের আবেদনের সিদ্ধান্ত নেবে। এই আদালতের করা কোনও পর্যবেক্ষণের দ্বারা প্রভাবিত হবে না।' তিস্তা শেতলবাদ-এর পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০০২-এ গুজরাত দাঙ্গা নিয়ে মামলা দায়ের করার জন্য ভুয়ো নথি ব্যবহারের অভিযোগে গত ২৫ জুন থেকে জেলে আছেন তিস্তা। যেভাবে দু’মাসের বেশি সময় ধরে তাঁকে জেল হেফাজতে রাখা হয়েছে, বৃহস্পতিবার তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ইউইউ ললিত হাই কোর্টের ছ’সপ্তাহ সময় দেওয়া নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘‘৩ অফাস্ট নোটিস জারি করে ১৯ সেপ্টেম্বর মামলার শুনানির দিন স্থির করা হয়েছে। জামিনের আবেদনের ক্ষেত্রে কি ছ’সপ্তাহ সময় দেওয়া হয়?’’ তিস্তাকে জামিন না দেওয়ার যুক্তিযুক্ত কারণ নেই বলেও মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট।
advertisement
advertisement
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ইউইউ ললিত বলেন, “এটি এমন কোনও অপরাধের মামলা নয়, যার জন্য জামিন দেওয়া যাবে না। তাছাড়া তিনি একজন মহিলা। দু’মাস ধরে জেলে রয়েছেন। অথচ আজ পর্যন্ত তাঁর বিরুদ্ধে চার্জশিট তৈরি করা গেল না।'' অন্য দুই বিচারপতি এস রবীন্দ্র ভাট ও বিচারপতি সুধাংশু ধুলিয়াও বলেন, তিনি একজন মহিলা। কী করে একটি আদলত ছয় সপ্তাহ পরে অভিযুক্তের জবাবদিহি চাইতে পারে?
advertisement
প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, এই মামলায় ইউএপিএর মতো কোনও জটিল ব্যাপার নেই যেখানে জামিন দেওয়া কঠিন। সলিসিটর জেনারেল তুষার মেহতা বৃহস্পতিবারের শুনানি মুলতুবি চেয়ে আবেদন করেন। তিনি বলেন, ‘‘এই সমস্ত যুক্তি হাই কোর্টের শোনা উচিত, সুপ্রিম কোর্টের নয়। এটাই আমার আপত্তির মূল জায়গা।’’ তিস্তার তরফের আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘‘আমি এফআইআরকে চ্যালেঞ্জ করছি। এখানে এফআইআর হতে পারে না। আমার মক্কেল কী কী নথি জাল করেছেন, তা এফআইআরে কোথাও লেখা নেই।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 02, 2022 4:27 PM IST