ঝাড়ু দিয়ে ৬ লাখ টাকা! কী ভাবে কপাল খুলল গরিবের? জানলে চমকে যাবেন   

Last Updated:

এ হল টিকে থাকার গল্প। শুরুটা হয়েছিল দু'বছর আগে। অনেক চেষ্টা করেও চাকরি না পেয়ে বাঘপতের খেকরায় চলে গেছিলেন গেরু। ২০ সদস্যের পরিবার। পেট চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল।

ঝাড়ু বানিয়ে কেমন করে সফল হলেন গেরু?
ঝাড়ু বানিয়ে কেমন করে সফল হলেন গেরু?
রাজস্থান: কথায় বলে, যে মন জয় করতে পারে সে নাকি দুনিয়া জিতে নিতে পারে। সেভাবেই ঝাড়ু বানিয়ে মন জিতে নিয়েছেন এক পরিবার। চাকরির যা বাজার, তাতে স্বনির্ভর হওয়াই মনঃস্থির করেছিলেন গৃহকর্তা গেরু। সেই মতো পরামর্শ দিয়েছিলেন পরিবারের বাকি সদস্যদের। তাঁরা সকলে মিলে হাত লাগিয়ে প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে ঝাড়ু তৈরি করে গেছেন। তাতেই অন্ন সংস্থান। বছর শেষে আয় ৬ লক্ষ টাকা। রাজস্থানের বাঘপত এলাকার এই পরিবারের দেখানো পথ অনুপ্রেরণা দিতে পারে বহু অভাবী মানুষের।
কী ভাবে সম্ভব হল? কেমন করে ব্যবসা সফল করলেন গেরু? সেই গল্প ভাগ করে নিলেন সংবাদমাধ্যমের সঙ্গে। গেরু জানান, এ হল বিশ্বাস রাখার এবং টিকে থাকার ফল। শুরুটা হয়েছিল দু’বছর আগে। অনেক চেষ্টা করেও চাকরি না পেয়ে বাঘপতের খেকরায় চলে গেছিলেন গেরু। ২০ সদস্যের পরিবার। পেট চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সেখান থেকেই ঘুরে দাঁড়ানো।
advertisement
আশেপাশের জঙ্গল থেকে খেজুর পাতা কুড়িয়ে সেগুলিকে টেকসই করার জন্য রবারের প্রলেপ লাগিয়ে ঝাড়ু তৈরি করা শুরু করেন পরিবারের ২০ জনে মিলে। স্থানীয়দের সহায়তায় এবং সম্মিলিত শ্রমে ক্রমশ লাভজনক হতে থাকে ব্যবসা। গেরু জানান প্রতি ঝাড়ুতে ৩০টাকা লাভ থাকে। সবটাই যেহেতু নিজেরা করেন, এখানে মধ্যসত্ত্বভোগীর জায়গা নেই। পণ্য কিনতে হয় না বাজার থেকে, লাভের টাকাও সরাসরি ঘরে আসে।
advertisement
advertisement
বনজ সম্পদ কাজে লাগিয়ে যেভাবে সপরিবার স্বাবলম্বী হয়েছেন গেরু তাতে স্থানীয়রা তাঁদের সম্ভ্রমের চোখেই দেখেন। বহু এলাকায় তাঁর ঝাড়ু বিক্রি হয়। সুনাম অর্জনের পাশাপাশি তিনিই এখন গ্রামবাসীর রোল মডেল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঝাড়ু দিয়ে ৬ লাখ টাকা! কী ভাবে কপাল খুলল গরিবের? জানলে চমকে যাবেন   
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement