Saugata Roy Advises Narendra Modi: 'বঙ্কিমদা নয়, বাবু বলুন!' সৌগতর পরামর্শ মেনে মোদি বললেন, 'আপনাকে দাদা বলতে পারি তো?'
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
প্রধানমন্ত্রীর ভাষণ দিয়েই এ দিন লোকসভায় বন্দে মাতরম্-এর উপরে বিতর্ক শুরু হয়৷ বক্তব্যের শুরুর দিকেই ১৮৭৫ সালে বন্দে মাতরম্ রচনার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে শুরু করেন প্রধানমন্ত্রী৷
লোকসভায় বন্দে মাতরম্ বিতর্ক চলাকালীনই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ যা শুনেই তীব্র আপত্তি জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ দাদা নয়, কিংবদন্তি কথা সাহিত্যিককে বাবু বলে সম্বোধন করার জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ৷
তৃণমূল সাংসদের এই পরামর্শ অবশ্য সঙ্গে সঙ্গেই মেনে নেন প্রধানমন্ত্রী৷ এর পরেই অবশ্য হাল্কা মেজাজে সৌগত রায়কেই দাদা বলে সম্বোধন করেন নরেন্দ্র মোদি৷
প্রধানমন্ত্রীর ভাষণ দিয়েই এ দিন লোকসভায় বন্দে মাতরম্-এর উপরে বিতর্ক শুরু হয়৷ বক্তব্যের শুরুর দিকেই ১৮৭৫ সালে বন্দে মাতরম্ রচনার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে শুরু করেন প্রধানমন্ত্রী৷ তখনই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেন তিনি৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রীর মুখে এই সম্বোধন শুনেই তীব্র আপত্তি জানাতে শুরু করেন তৃণমূল সাংসদরা৷ তাঁদের মধ্যে সবথেকে সরব হন সৌগত রায়ই৷ লোকসভার অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘বঙ্কিমদা কাকে বলছেন? বঙ্কিম বাবু বলুন৷’
advertisement
তৃণমূল সাংসদের এই আপত্তি কানে যায় প্রধানমন্ত্রীরও৷ সঙ্গে সঙ্গে বক্তব্য থামিয়ে তিনি বলেন, আচ্ছা দাদা নয়, বঙ্কিম বাবু বলব তো? আচ্ছা ঠিক আছে, তাই হবে৷ আপনাকে অনেক ধন্যবাদ৷ আপনার ভাবাবেগকে আমি শ্রদ্ধা করি৷ এর পরেই হাল্কা মেজাজে সৌগত রায়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আচ্ছা আপনাকে দাদা বলতে পারি তো?’
এ দিন বন্দে মাতরম্ বিতর্ক নিয়ে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিরোধী দল কংগ্রেসকেই নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী ভাষণের শুরুতেই কটাক্ষের সুরে মনে করিয়ে দিলেন, বন্দে মাতরম্ সৃষ্টির শতবর্ষের সময় তৎকালীন কংগ্রেস সরকার দেশে জরুরি অবস্থা জারি করেছিল৷ এমন কি, গত শতকে বন্দে মাতরমের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী৷ স্বভাবতই প্রধানমন্ত্রীর নিশানা ছিল কংগ্রেসের শাসনকালের দিকেই৷ যদিও এখন বন্দে মাতরম্ রচনার সার্ধশতবর্ষ পালন কেন্দ্রীয় সরকার গর্বের সঙ্গে উদযাপন করছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2025 4:27 PM IST

