সুপ্রিম কোর্টে মামলার জের, মুখ্যমন্ত্রী পদে শশীকলার শপথ গ্রহণ আপাতত স্থগিত

Last Updated:

সুপ্রিম কোর্টে মামলার জের, মুখ্যমন্ত্রী পদে শশীকলার শপথ গ্রহণ আপাতত স্থগিত

#চেন্নাই: মঙ্গলবার সকাল ৯টায়  মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী ডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ হওয়ার কথা ছিল শশীকলা নটরাজনের  ৷ কিন্তু পুরনো মামলার জেরে আপাতত সেই সম্ভাবমা ক্ষীন বলেই মনে করা হচ্ছে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশে আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় আপাতত শপথগ্রহণ স্থগিত রাখার নির্দেশ আদালত  ৷ এই মামলায় শীর্ষ আদালত ক্লিন চিট না পেলে মুখ্যমন্ত্রী হতে পারবেন না শশীকলা ৷
সূত্রের খবর, রাজ্যপাল বিষয়টি খতিয়ে দেখছেন ৷ তাই শপথগ্রহণ নিয়ে অনিশ্চিতা রয়েই যাচ্ছে ৷ আইনি বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনা করছেন রাজ্যপাল বিদ্যাসাগর রাও ৷ যদি শশীকলা এই মালায় দোষী শাবস্থ হন তাহলে তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না ৷ কারণ আইন অনুযায়ী, কোনও মামলায় অপরাধীর যদি ২ বছরের বেশি জেল হয়, তাহলে সেই ব্যক্তি ৬ বছরের জন্য ভোটে দাঁড়াতে পারবেন না।আগামী সপ্তাহে এই মামলার রায় দেবে আদালত ৷
advertisement
আগামী সপ্তাহে শশীকলার ভাগ্য নির্ধআরণ হবে ৷ যদি তিনি ছাড় পান তাহলে তারপরই শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আর্থিক দুর্নীতির মামলায় প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা, শশীকলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন জমা পড়েছিল ৷
advertisement
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শশীকলা নটরাজন ৷ রবিবার এডিএমকে পরিষদীয় দল বৈঠকে বসে তাঁকে দলনেত্রী নির্বাচন করে। এরপরই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ও পন্নিরসেলভম।
advertisement
জয়ললিতার মৃত্যুর পর দলের পক্ষে থেকে ঘোষণা করা হয় আম্মার উত্তরাধিকার হবেন শশীকলা ৷ এতদিন পর্যন্ত দলে জয়ললতির ছোট বোন ‘চিন্নামা’ হিসেবে তার পরিচয় ছিল ৷ এবার ‘চিনাম্মা’ থেকে ‘আম্মার’ চেয়ারে শশীকলা নটরাজন ৷ AIADMK প্রধান পদে নির্বাচন করার কথা রয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সুপ্রিম কোর্টে মামলার জের, মুখ্যমন্ত্রী পদে শশীকলার শপথ গ্রহণ আপাতত স্থগিত
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement