UP Assembly Poll 2022: "সমাজবাদীদের টুপি লাল হয়েছে নিরীহ রামভক্তদের রক্তে": যোগী আদিত্যনাথ

Last Updated:

UP Assembly Poll: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “মুজাফফরনগর দাঙ্গার সময় ৬০ জনেরও বেশি হিন্দুকে হত্যা করা হয়েছিল এবং ১,৫০০ জনেরও বেশি হিন্দুকে বন্দি করা হয়েছিল। সমাজবাদী পার্টির নেতাদের টুপি নিরীহ রামভক্তদের রক্তে লাল হয়েছে।”

নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী, যোগী আদিত্যনাথ ১২ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ব্যবহার করেন৷ এ ছাড়াও তাঁর কাছে রয়েছে ১ লক্ষ টাকা মূল্যের একটি রিভলবার এবং ৮০ হাজার টাকা দামের একটি পিস্তল৷
নির্বাচন কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী, যোগী আদিত্যনাথ ১২ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ব্যবহার করেন৷ এ ছাড়াও তাঁর কাছে রয়েছে ১ লক্ষ টাকা মূল্যের একটি রিভলবার এবং ৮০ হাজার টাকা দামের একটি পিস্তল৷
#মুরাদনগর: অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির (Samajwadi Party) একমাত্র লক্ষ্য ছিল দাঙ্গাকারীদের সমর্থন করা এবং ২০১৩ সালে মুজাফফরনগর দাঙ্গার সময় ধর্ম রক্ষাকারী হিন্দু যুবকদের নৃশংস মৃত্যুর জন্য দায়ী একমাত্র এসপিই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh chief minister Yogi Adityanath) শনিবার মুরাদনগরে (UP Assembly Poll 2022) এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে জানিয়েছেন, অখিলেশ যাদব (Akhilesh Yadav) মুখ্যমন্ত্রী থাকাকালীন যে দাঙ্গা হয়েছিল তাতে ৬০ জনেরও বেশি হিন্দু নিহত হয়েছেন এবং ৪০,০০০ এরও বেশি মানুষ বাস্তুহারা হয়েছেন।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “মুজাফফরনগর দাঙ্গার সময় ৬০ জনেরও বেশি হিন্দুকে হত্যা করা হয়েছিল এবং ১,৫০০ জনেরও বেশি হিন্দুকে বন্দি করা হয়েছিল। সমাজবাদী পার্টির নেতাদের টুপি নিরীহ রামভক্তদের রক্তে লাল হয়েছে।”
আরও পড়ুন- হজ হাউজ গড়েছিল সপা, ৯৪ কোটি টাকা দিয়ে মানসরোবর ভবন গড়েছে বিজেপি: যোগী আদিত্যনাথ
আইনশৃঙ্খলা বিজেপির আমলেই সবচেয়ে শক্তিশালী বলে পুনরুল্লেখ করে মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টিকে ‘অপরাধীদের আশ্রয়’ দেওয়ার বিষয়েও আক্রমণ করেন। “ওরা (এসপি) অপরাধীদের টিকিট দেয়। মোরাদাবাদে ওদের প্রার্থীদের দেখুন... তাদের একজন বলেছিলেন ‘আফগানিস্তানে তালিবান দেখে ভালো লাগছে’... তালিবান মানে মানবতার বিরোধী... আপনি নির্লজ্জভাবে এটাকে সমর্থন করছেন... আর এসপি তাদের টিকিট দিচ্ছে!” বলেন আদিত্যনাথ।
advertisement
মায়াবতীর বহুজন সমাজ পার্টির উল্লেখ করে যোগী জানান, দুই দলই, এসপি এবং বিএসপি ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ‘মহাজোট’ গড়ে লড়াই করেছিল। “বড়ো অপরাধীদের কে দলীয় টিকিট দেবে তা নিয়ে প্রতিযোগিতা চলছিল। এই অপরাধীরা যদি বিধায়ক হয়ে যায়, তাহলে তারা বন্দুকই তৈরি করবে, ফুল নয় এবং তাদের সিধে করার একটাই উপায় আছে; JCB এবং বুলডোজার,” বলেন যোগী (UP Assembly Poll 2022)।
advertisement
আরও পড়ুন- মহিলাদের সুরক্ষার জন্য় বিজেপিকে বাছুন, শাহ বচনেই ভরসা স্মৃতির
মহিলাদের সুরক্ষার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের খারাপ আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণেই মেয়েরা স্কুলে যেতে পারছে না। অখিলেশের বাবা মুলায়ম সিং যাদবকে নিশানা করে তিনি জানান, এসপি’র পিতৃপুরুষ “ছেলেরা ভুল করেই” বলে মহিলাদের বিরুদ্ধে অপরাধকে মান্যতা দিয়ে ফেলেছেন৷ যোগী প্রশ্ন তুলেছেন, “২০১৭ সালের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল? মহিলাদের নিরাপত্তা এমনই আশঙ্কাজনক ছিল যে যাতে মেয়েরা স্কুলে যেতে পারত না আর মুলায়ম সিংজি বলতেন “ছেলেরা তো ভুল করেই”।
advertisement
শনিবার মীরাট ক্যান্টনমেন্টে প্রচারের (UP Assembly Poll 2022) সময় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও জানান, জনসাধারণ যদি মহিলারা নিরাপত্তা চায় তবে তাদের বিজেপিকেই ভোট দেওয়া উচিত।
সাত দফায় আয়োজিত হবে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। ভোট গণনা হবে ১০ মার্চ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
UP Assembly Poll 2022: "সমাজবাদীদের টুপি লাল হয়েছে নিরীহ রামভক্তদের রক্তে": যোগী আদিত্যনাথ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement