#রাঁচি:বিশ্ব বিখ্যাত স্বামীর দৌলতে তাঁকেও এখন গোটা পৃথিবী চেনে । তিনি আর কেউ নন, মহেন্দ্র সিং ধোনির অর্ধাঙ্গিনী সাক্ষী সিং ধোনি । অবশ্য স্বামীর পরিচয়ের বাইরে তিনি নিজেও এখন নেটিজেনদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ।
সাক্ষী এখন নিজেও রাঁচির বিরাট ফার্ম হাউজের মালকিন । সম্প্রতি নিজেদের প্রোডাকশন হাউজও খুলেছেন এই সেলেব দম্পতি । শুধু তাই নয়, ফ্যাশনও বরাবরই নজর কেড়েছেন মিসেস ধোনি । পাশাপাশি সাক্ষী সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় । মাঝেমধ্যেই পরিবারের নানারকম ছবি শেয়ার করেন তিনি । কখনও এমএসডি-র সঙ্গে, কখনও আবার মেয়ে জিভার সঙ্গে তাঁর ছবি সর্বদাই মন কেড়ে নেয় ভক্তদের ।
এ বার অবশ্য একেবারে জ়রা হটকে লুকে ধরা দিলেন সাক্ষী । এমনিতে ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন...সমস্ত পোশাকেই তিনি স্বচ্ছন্দ্য । সব ধরনের পোশাক ভাল ক্যারিও করেন । তবে ওয়েস্টার্ন লুকেই বেশি দেখা মেলে ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন ফার্স্ট লেডি’র । এ বারও সুপার হট ওয়েস্টার্ন লুককেই বেছে নিলেন সাক্ষী । জিন্স আর টপ পরলেন তিনি । বোতাম খোলা জিন্স আর শর্ট টপে তাক লাগালেন সাক্ষী সিং ধোনি ।