আর ক্যামেরার পিছনে নয়! তবে কি করণের নেতৃত্বে বলিউডে হাতেখড়ি সইফ-পুত্রের
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
পটৌডি পরিবারের সন্তানকে সবটা শিখিয়ে পড়িয়ে নিচ্ছে করণ জোহর। কারণ তাঁর হাত ধরেই অভিনয় জগতে আত্ম প্রকাশ করবেন ইব্রাহিম।
#মুম্বই: ক্যামেরার নেপথ্যে হাতেখড়ি হয়েছে আগেই। এ বার আরও এক ধাপ এগনোর পালা। অবশেষে মা-বাবার পদাঙ্ক অনুসরণ করলেন তিনি। ইব্রাহিম আলি খান। গুঞ্জন, খুব শীঘ্রই পর্দায় অভিষেক হবে সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের পুত্রের।
পটৌডি পরিবারের সন্তানকে সবটা শিখিয়ে পড়িয়ে নিচ্ছে করণ জোহর। কারণ তাঁর হাত ধরেই অভিনয় জগতে আত্ম প্রকাশ করবেন ইব্রাহিম। করণের ধর্ম প্রোডাকশনসের ছাতার নীচে তৈরি হবে সইফ-পুত্রের প্রথম ছবি। পরিচালনার দায়িত্বে থাকবেন কায়োজে ইরানি।
advertisement
advertisement
শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে আগামী বছর থেকে শুরু হবে ছবির শ্যুট। কায়োজে বা ধর্ম প্রোডাকশনসের কোনও সদস্য যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
সইফ আলি খানের সঙ্গে ইব্রাহিমের অবাক করা সাদৃশ্য তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে। ক্যামেরার নেপথ্যে করার অভিজ্ঞতা হয়েছে তাঁর। করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কহানি'-তে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ইব্রাহিম।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2022 7:51 PM IST